পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

नौठल-म्नअि।ि 8월 উডের প্রবেশ ধৰ্ম্মাবতার, নবীন বসের চক্ষে এইবার জল বাহির হইয়াছে। বেটার এমন শাসন কিছুতেই হয় নাই । বেটার বাগান বাহির করিয়া লওয়া গিয়াছে, গতি গদাই পোদকে পাট করিয়া দেওয়া গিয়াছে, আবাদ এক প্রকার রহিত করা গিয়াছে, বেটার গোলা সব খালি পড়ে রহিয়াছে, বেটাকে হুইবার ফৌজদারিতে সোপর্দ করা গিয়াছে, এত ক্লেশেও লেটা খাড়া ছিল এইবারে একবারে পতন হইয়াছে । উড । শালা শামনগরে কিছু কত্তে পারি নি । গোপী। হুজুর, মুন্সীরে ওর কাছে এসেছিল তা বেটা বল্লে “আমার মন স্থির নাই, পিতার ক্রদনে অঙ্গ অবশ হইয়াছে, অামারে ঘোল বলাইয়াছে।” নবীন বসের দুর্গতি দেখে শু্যামনগরের ৭৮ ঘর প্রজা ফেরার হইয়াছে আর সকলে হুজুর যেমন হুকুম দিয়াছেন তেমনি করিতেছে। উড । তুমি আচ্ছা দেওয়ান আছে, ভাল মতলব বার করেছিলে । গোপী । আমি জানতাম গোলোক বস্ বড় ভীত মানুষ, ফৌজদারিতে যাইতে হইলে পাগল হইবে । নবীন বসের যেমন পিতৃভক্তি তাহ হইলে বেট কাযে কাযেই শাসিত হইবে, এইজন্যে বুড়োকে আসামী করিতে বল্লাম, হুজুর যে কৌশল বাহির করিয়াছেন তাহাও মন্দ নয়, বেটার পুষ্করিণীর পাড়ে চাস দেওয়া হইয়াছে, উহার অন্তঃকরণে সাপের ডিম পড়িয়াছে । উড । এক পাথরে দুই পক্ষী মরিল ; দশ বিঘা নীল হইল, বাঞ্চতের মনে তুঃখ হইল। শাল। বড় কাদাকাটি করেছিল, বলে পুকুরে নীল হইলে আমার বাস উঠিবে, আমি জবাব দিয়াছি, ভিটা জমিতে নীল বড় ভাল হয়।