পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

& 8 দীনবন্ধু-গ্রন্থাবলী নবীন। (স্বগত) প্রাণ আমার সারল্যের পুত্তলিকা ; এ ত ভীষণ প্রবাহে তৃণমাত্র—এই অবলম্বন করিয়া পিতাকে ইন্দ্রাবাদে লইয়া যাই পরে অদৃষ্টে যাহ থাকে তাই হবে । দেড় শত টাকা হাতে আছে—তামাক কয়েক খান আর এক মাস রাখিলে ৫০০ টাকা বিক্রয় হইতে পারে, তা কি করি সাড়ে তিন শত টাকাতেই ছাড়িতে হইল, আমলা খরচ অনেক লাগিবে —যাওয়া আসাতে বিস্তর ব্যয়—এমন মিথ্যা মোকদ্দমায় যদি মেয়াদ হয় তবে বুঝিলাম যে এদেশে প্রলয় উপস্থিত। কি নিষ্ঠুর আইন প্রচার হইয়াছে। আইনের দোষ কি, আইনকৰ্ত্তাদিগের বা দোষ কি—যাহাদিগের হস্তে আইন অৰ্পিত হইয়াছে তাহারা যদি নিরপেক্ষ হয় তবে কি দেশের সৰ্ব্বনাশ ঘটে । আহা ! এই আইনে কত ব্যক্তি বিনাপরাধে কারাগারে ক্রন্দন করিতেছে—তাহাদের স্ত্রী পুত্রের দুঃখ দেখিলে বক্ষঃ বিদীর্ণ হয় —উনানের হাড়ি উনানেই রহিয়াছে, উঠানের ধান উঠানেই শুকাইতেছে, গোয়ালের গোরু গোয়ালেই রহিয়াছে—ক্ষেত্রের চাস সম্পূর্ণ হল না, সকল ক্ষেত্রে বীজ বপন হল না, ধানের ক্ষেত্রের ঘাস নিমূল হল না, বৎসরের উপায় কি—কোথা নাথ, কোথা তাত শব্দে ধূলায় পতিত হইয়া রোদন করিতেছে। কোন২ মাজিষ্ট্রেট সুবিচার করিতেছেন, র্তাহাদের হস্তে এ আইন যমদণ্ড হয় নাই। আহা ! যদি সকলে অমরনগরের মাজিষ্ট্রেটের স্যায় ন্যায়বান হইতেন তবে কি রাইয়তের পাক৷ ধানে মই পড়ে, শস্তপূর্ণ ক্ষেত্রে শলভপতন হয় ? তা হলে কি আমায় এই দুস্তর বিপদে পতিত হইতে হয়। হে লেফটেনাণ্ট গভরনর। যেমন আইন করিয়াছিলে, তেমনি সজ্জন নিযুক্ত করিতে তবে এমন অমঙ্গল ঘটিত না, হে দেশপালক । যদি এমত একটি ধারা করিতে যে মিথ্যা মোকদম প্রমাণ হইলে