পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/১০৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$૧૭ নবীনচন্দ্রের গ্রন্থাবলা। কি ষে অকৃত্রিম স্নেহ, প্রীতি পারাবার, ' ঢালিছে আবাল বৃদ্ধ কিবা নারী নর এ পবিত্র যদুপুরে ; সৰ্ব্বোপরি তার— সেই বাসুদেবপ্রীতি । এই কত দিনে কি ত্রিদিব খুলিয়াছে নয়নে আমার ! ঘটিয়াছে জীবনের কিবা রূপান্তর । কি ছিলাম ? বন্ঠ পশু, গৰ্ব্ব ভূজবল ; ধরা ভাবিতাম সরা অীষ্ম-গরিম{য় । এই নর-হিমাচল বিশাল ছায়ায়, বিশ্বব্যাপী, বিশ্বরূপী,—দাড়াইয়া এবে দেখিতেছি কি ষে ক্ষুদ্র বালুকণা আমি । অথচ কি আত্মজ্ঞান, মহত্ত্ব জসীম, সে ক্ষুদ্রের ক্ষুদ্রস্বতে হয়েছে সঞ্চর । বাম-পদ-পরশনে অহল্যা-উদ্ধার,— করিব কল্পনা নহে। 'পাষাণ হৃদয়,— নৃশংস বীরত্বে দৃঢ়,—হইল উদ্ধার । দেখিলাম দিব্য চক্ষে পতিতপাবন, বিষ্ণু সনাতন তুমি । নর-নারায়ণ ], দ্বাপরের অবতার ধৰ্ম্ম মূৰ্ত্তিমান ! আমি ক্ষুদ্র নর, আমি সখা ভ্রাত তব ! না না, দেব, আমি শিষ্য সেবক তোমার,তব পদানত দাস ।* আকাশের পানে রহিল। চাহিয়া পার্থ। ডিজিল ময়ন ভক্তিরসে। ভক্তিছবি রহেছে চাহিয়া সেই আকাশের পানে সুভদ্ৰা বলিয়া । এক অশোকের মূলে ৷ হইল মিলন