পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/১১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবকাশরঞ্জিনী । >> করুণ-নয়নে নাহি করেন দর্শন । হেন বন্ধু নাহি মম এই ধরতিলে, ভাসিরে আমার দুঃপে নয়নের জলে । “ভাই” বলে “দদ” বলে ডাকিন্তু যে সবে, গিয়ছে ছাড়িয়া তারা এ জীবিত শৰে । ওহে স্থতি । এ সকল দেখায়ো না আরি, কদয়ে এ অভাগারে কি ফল তোমার * অন্তরে রাখিয়া সব করহ যতন, সুদিন হইলে তারা দিবে দরশন । মরমে, জ্বলি চিস্তার অনলে, যাইতাম সুখ আশে সুহৃদমগুলে ; ভুলিতাম যত দুঃখ কথায় কথায়, ইথেও বিধাতা বুঝি বিমুখ আমায় । আমার জীবন-পথ করিয়া উজ্জ্বল, ষে কয়টি তার ছিল উদিত কেবল, দুর্ভাগা-জলদারত দেখিয়া আমায়, লুকায়েছে সব আর দেখা নাহি যায় । হা বিধাতঃ ! এতই কি ছিল তব মনে ? কিন্তু আহা ! তোমারে বা দুষিব কেমনে ? ংসারের এই গতি যেখানে সেখানে, কুরদৃষ্ট যার আহা ! কে তাহারে মানে ? তবে কেন করি মিছে সংসার সংসার, সংসারের নহি, নহে সংসার আমার । হা নাথ ! দুঃখীর সখা কেহ নাহি আর, একই স্বহৃদ তুমি জানলাম সার ।

  • sessassssssssssssss.

مه