পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/২৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবকাশরঞ্জিনী । ミ>Q

  • 3 নিৰ্ব্বাপিত প্রায় অশা, আবার হইল আজি

দ্বিগুণ উজ্জ্বল । আবার পাষাণে, প্রিয়ে, তব চিত্র দেখা দিল, জীবন-সিন্ধুর জল হাসিল অলোক সাজি । >{ কিন্তু বৃথা আশা, প্রিয়ে ! য’বে দিন, যাবে মাস, ' 縣 বর্ষ, যুগান্তর ; ফলিবে না আশা মম জীবনের এই তীরে; ty কিন্তু অন্ত তীরে, প্রিয়ে । পূৰ্বাইব অভিলাষ । আমার সঙ্গীত ।

  • S

কি !— - গাইব না কেন?—অবহু গাইব । গায় নাকি কভু সুস্বরবিহীনে ? হরিষে, বিষাদে –প্রণয়ে, বিরহে,— শোকে, সুখে, হায় ! হ’লে উচ্ছ্বসিত হৃদয় তাহার ? ছুটিলে, হায় রে, ' মানব হৃদয়ে ভাবের প্রবাহ ? R আসিলে বরিষা, সলিল-প্রবাহে হয় না কি শুষ্ক পৰ্ব্বতবাহিনী,