পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৩১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবকাশরঞ্জিনী । ২৩৫ অশোক বনে সীতা । চিত্র-নভঃ-কিরীটিনী সচন্দ্র রজনী, চিত্রি বিকসিত নৈশ কুসুম-মালায় wo উপ্তান, সরসী-নীর ; অযুত রতনে চিত্রি সচঞ্চল চির নীল নীরনিধি, ভাসি’ছে নিদর্ঘাকাশে । বিশ্ব চরাচর নীরবে শাস্তির সুধা করিতেছে পান । চন্দ্রের একটি রশ্মি শিবিরের দ্বারে রহিয়াছে শতরঞ্জি—উপরে পড়িয়া, যেন স্থির উল্কাখগু, স্থিরতর জ্যোতিঃ । নিরথিয়া সেই রশ্মি বিমল উজ্জ্বল, উদাস হইল প্রাণ, পর্য্যঙ্ক ত্যজিয়া শিবির-বাহিরে নব-শুম দুৰ্ব্বাদলে বসিলাম মন মুখে ; সন্মুখে আমার অনন্ত, অসীম সিন্ধু ! চন্দ্রের কিরণে খেলি’ছে আনিলসহ সলিল লহরী, চুম্বি মৃদু কলকলে মম পদতলে রজত বালুকাকীর্ণ ধবল সৈকত । দক্ষিণে আমার—মৃদ্ধ সুমধুর কলে ছুটিয়াছে কল্লোলিনী*নচিয়া নাচিয়া, আলিঙ্গিয়া প্রতিকুল তীরে গিরিচয় ; ধবল উত্তরী যেন মাধবের গলে। অপূৰ্ব্ব প্রকৃতি-শোভা ! অদুর ভূধর

  • কর্ণফুলী নদী ।