পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৩২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবকাশরঞ্জিনী । 之8G下 এ প্রেমে কি মুখ, বল ? প্রেম নহে এ অনল, - সলিবি, জ্বালা’বি, না না ফিরে যরে, পাগলিনি, তুই পিঞ্জরের পার্থী, আমি ভুজঙ্গিনী-মণি ৷” &o

  • না না নাথ !— জানে না কি চাতকিনী, মেঘেতে বজর ঝরে, সুধা-প্রয়াসিনী যেই সে কি সুদর্শনে ডরে,

যেই প্রেম, সেই প্রাণ, আমি নাহি জানি আন, তোমাকৈ সঁপেছি প্রেম, পিঞ্জরে কি রাখি নাথ যথা প্রেম, তথা প্রাণ, প্রেমনাথ— প্রাণনাথ ” কে তুমি ? আইল গোধূলি—সৌর বঙ্গভূমে,— নামিল পশ্চিমে ধীরে যবনিকা ধূসর-বরণা ; ফুরাইল ক্রমে দিনেশ দৈনিক গতি-অভিনয় । অষ্টমীর চন্দ্ৰ—রজতের চাপ - নভেমধ্যস্থলে বিষয়বদনে ভাসিল ; লভিতে যেন প্রিয় রবি আলিঙ্গন, ভ্ৰমি অলক্ষেতে শশী