পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৩৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

బి6 ఫి নবীনচন্দ্রের গ্রন্থাবলী । 次9 আশার স্বদুর প্রান্তে তেমতি তোমায় স্থাপিয়া, জীবন মম এই নীলসিন্ধু সম ঝলসিব, সুখ দুঃখ ৩রঙ্গনিচয় সচঞ্চল, হ’বে তব প্রতিবিম্বময় । 8 জ্বলিবে, নিবিবে উৰ্ম্মি, হসিবে, নচিবে , সেই প্রতিবিম্ব-তলে, অনন্ত আশার জলে ; সেই নৃত্য, সেই ক্রীড়া, দেখিয়া দেখিয়া' আশজ ল দেহতরী দিব ভাসাইয়া । শব-সাধন । > নিবেছে অনল ?--নিবেনি এখন, কে নিবাবে বল,—নিবিবে কেমনে ? সপ্তশত বর্ষ জলি’ছে এমন, কত শত বর্ষ জলিবে কে জানে ? যেই দিকে দেখি,—এই মহানল ! কোথায় ভারত --অনন্ত শ্মশান ! শ্মশান-শ্মশান-শ্মশান কেবল ! রাবণের চিতা, লঙ্কার প্রমাণ !