পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৫৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পলাশির যুদ্ধ। । 3Je: আজ্ঞাবহ করি তরঙ্গলহরী, দেশদেশাস্তরে করি বিচরণ। নব আবিষ্কৃত আমেরিকা দেশে, কিংবা আফ্রিকার মৃগতৃষ্ণিকায়, ঐশ্বৰ্য্যশালিনী পূরব প্রদেশে, । ইংলগুের কীৰ্ত্তি না আছে কোথায় ? পূরব পশ্চিম গায় সমুদয়,— * “জয় জয় জয় বৃটিশের জয় ।” সম্পদ সাহল ; সঙ্গী তরবার ; সমুদ্র বাহন ; নক্ষত্ৰ কাণ্ডারী ; : ভরসা কেবল শক্তি আপনার শয্যা, রণক্ষেত্র ; ঈষত্রাণকারী । বঞ্জাগ্নি জিনিয়া আমাদের গতি, দাবানল সম বিক্রম বিস্তার ; আছে কোন দুর্গ, কোন অৰ্দ্ৰিপতি, কোন নদ, নদী, ভীম পারাবার শুনিয়া সভয় কম্পিত না হয়,— “জয় জয় জয় বৃটিশের জয় ?” •o আকাশের ভলে এমন কি আছে ডরে যারে বীর বৃটিশতনয় কেবল বৃটিশললনার কাছে, সেই বীরহদয় মানে পরাজয় । বীরবিনোদিনী সেই বামাগণে স্বরিয়া অস্তরে, চল রণে ভবে ;