পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৫৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8૧૨ নবীনচন্দ্রের গ্রন্থাবলী । دهد. স্বধু কলকণ্ঠ নহে, দেখ একবার, মরি, কি প্রতিমাখানি অনঙ্গমো হিনী নবাবের সম্মুখেতে করিছে বিহার, অবতীর্ণ মূৰ্ত্তিমতী বসন্ত রাগিণী ; বাণী-বীণী:বিনিন্দিত স্বর মধুময় বহিছে কাপায়ে রক্ত অধরযুগল ; বহিতেছে সুশীতল বসস্তমলয়, চুম্বি পারিজাত যেন, মাগি পরিমল । বিলাসবিলোল যুগ্ম নেত্রনীলোৎপল, বাসনা-সলিলে, মরি, ভাসিছে কেবল 芯》镑 অর্থহীন ভাবহীন শুমের বশরী হরিতে পারিত যদি অবলার প্রাণ ; হেন রূপসীর স্বর, সুধার লহরী প্রেমপুর্ণ;—আছে কোন নিরেট পাষাণ গুনিয়া হৃদয় যার হবে না দ্রবিত ? যদি থাকে, তার চিত্ত নরক সমান ! হত ভাগ্য সেই জন, যে জন বঞ্চিত সরস সঙ্গীতরসে,-এসের প্রধান ! পাঠক ! বারেক শুন অনন্ত-শ্রবণে প্লণয়বিষাদ গীত বামার বদনে । У গীত ।

  • কেন ছুঃখ দিতে বিধি প্রেমনিধি গড়িল ? বিকচ কমল কেন কণ্টকিত করিঙ্গ ?