পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৬০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পলাশির যুদ্ধ। ૪૭ 는 ( সুকুমার দেহলত কোমলতাময় চিন্তার তরঙ্গোপরি ভাসি বহুক্ষণ না নিদ্রিত, না জাগ্রত, অবশ হৃদয়, পড়েছিল ধরাতলে অবসয় মন । বিজাতীয় গীতধ্বনি করিয়া শ্রবণ, দাড়াইয়া তীরবৎ কঁাপিতে লাগিল ; আপন সৰ্ব্বস্ব ধন করিতে হরণ আসিতেছে দস্যবৃন্দ মনেতে ভাবিল ! সঙ্গীতের ধ্বনি মনে সিংহনাদ গণি, ভূতলে মূৰ্ছিত হয়ে পড়িল রমণী । ミや কিছুক্ষণ পরে বাম হয়ে সচেতন, ভাবিতে লাগিল,—“আহা ! প্ৰাণেশে আমার নিশ্চয় এসেছে দস্থ্য করিতে নিধন ; জন্মের মতন নাথে দেখি একবার,”— ছুটিল বিদ্যুৎবেগে উন্মাদিনী প্রায়। অবরুদ্ধ কক্ষ হতে হইতে নির্গত, অমনি কপালে দৃঢ় কপাটের ঘায় পড়িল ভূতলে স্বৰ্গ-প্রতিমার মত । ছুটিল শোণিতস্রোত তিতিয়া কপাল, ভাসিল লোহিত জলে সোণার মৃণাল ! ३१ গয় রে মদৃষ্ট। যেই রমণী-শীর সুকুমার-শয্য-গর্ডে কইয়া শায়িত