পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৭৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রঙ্গমতী । \లసిన কেন বা গাইতেছিল বসি তরুতলে ? অপরাহ রবি করে বনের কুসুম হাসিতেছে বৃস্তে s আনন্দ লহরী গাইতেছে ডালে ডালে বন-বিহঙ্গিনী ; শুনন্দ লহরী ওই নীরবে মধুরে বহিছে তবুলা কাঞ্চী গিরিছায়াতলে s প্রকৃতি অনন্দময়ী মৃদুল কিরণে । তোমসু হৃদয়ে বৎস বিষাদের ছায়। সলিল কি সেই করে ? কহ, বৎসে, কহ”-- তপস্বিনী মনে মুখ চুম্বিলা আবার,— “কেন এত বিমলিন, বি গুঞ্চ বদন ?” উদাসিনী উরসেতে রাখিয়া বদন অবশে, আনত নেত্ৰে চাহি শিলাসনে, উত্তরিলা কুমুমিকা—“বলিব কেমুনে, দেবি, সে দারুণ কথা ? দুঃখিনীর দুঃখে হয় । বল কত আর করিব পীড়িত উদাস হৃদয় তব ? এ দুঃখ-নিদাঘে তোমার পবিত্র ছায়া না পাইত যদি, নিশ্চয় মরিত এই ক্ষুদ্র বনলতা । বিশুষ্ক বদন ? দেবি, ভাবি দিবা নিশি, বিশুষ্ক হইয়। কেন নিরাশ জীবন মৃত্যুর শীতল অঙ্কে, হায় । এতদিনে না হয় পতন ? কত কত বনফুল । ফুটগ, ঝরিল, গেবি, এই কত দিনে ; কিন্তু আমি অভাগিনী, ন ফুটি, না ঝরি, অনন্ত জীবন জাল সহি কি কারণে ?