পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৮৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রৈবতক কাব্য ዓዓግ তার, স্নেহে ভরা,বুক ; স্নেহ সুধারাশি ভদ্রার ঈষৎ হাস্তে পড়ে ছড়াইয়া । পরিবারে পরিচিত্ৰে সৰ্ব্বত্র সমান, পালিত বনের পশু বিহঙ্গনিচয়ে, উদ্যান কুসুমে,– সদা সেই মেহামৃত বরষে আমির ভদ্র অজস্র ধারায়%। cযইখানে রোগী, শাকী, ভদ্রা সেইখানে, মূৰ্ত্তিমতী শান্তিরূপ । অশ্রু যেইখানে, সেখানে ভদ্রার কর । যেখানে শুকায় পুষ্পবৃক্ষ পুষ্পলতা, আছে সেইখানে সলিলরূপিণী ভদ্রা । ডাকিছে যেখানে অনাহারে পশু, পক্ষী, দরিদ্র ভিক্ষুক, cধইখানে অন্নপূর্ণ স্থভদ্রা আমার ! যথায় পুপিত তরু বল্লরী উস্তানে, প্রকৃতির উপাসিক স্বভদ্রা তথায় বসি মুস্তুহারা স্বথে ! যখ পক্ষিগণ বসি তরুডালে গায় সায়াহ্ন কাকলী, ভদ্র। আত্মহারা তথা । একদা, অর্জুন, হিছে ঝটিকা খোর রৈবতকশিরে বিলোড়িয়া বনস্থলী ; আচ্ছন্ন গগন নৰ বরিষার মেঘে —স্বভদ্রা কোথায় ? ছুটিলেক পরিজন ; ছুটিলাম আমি । অন্বেষণে । দেখিলাম শেখরসৗষধি, সায়াহ গগনতলে, ঘোর ঝটিকায়, । দশমবৰীয়া ভদ্র বসি একাকিনী । একটি উপল খণ্ডে, স্থির কুনয়নে