পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৮৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবীনচঞ্জের গ্রন্থাবলী । وان مسؤ বসাইল বিষদস্ত ; মুখ শাস্তি মম. হইল বিষাক্ত সব । তীর্থ পৰ্য্যটনে । আসিলাম জুড়াইতে সেই মনস্তাপ । অষ্টম বৎসর আজি দেশ দেশান্তরে বেড়াই ; কিন্তু নাহি পাইনু সন্ধান, অষ্টমবর্ষীয়া সেইংশিশু অনাথার । ব্যাস ! কি ফল তাহার, বৎস, করিয়া সন্ধান ? তুমি যে পরিবে সুখী করিতে তাহারে জানিলে কেমনে বল । বৎস ধনঞ্জয়, মানবের সুখ দুঃখ পূর্ণ ইচ্ছাধীন নহে মানবের । এই উত্তাল সমুদ্রে, তুঙ্গে তাড়িত ওই ক্ষুদ্র বালুকণা— বলিবে কি স্বেচ্ছাধীন ? তেমর্তি-তে মতি মানব, মানব ক্ষুদ্র, ক্ষুদ্ৰাদপি ক্ষুদ্র, বালুকার কণা এই স্বষ্টির সাগরে, ঘটনা-তরঙ্গে, থর অবস্থার স্রো ে ! কৃষ্ণ । সে কি কথা, ভগবান, জড় ও চেতন উভয় কি সমভাবে অবস্থার দাস ? নাহি কি স্বাধীন ইচ্ছা-জড়-চেতনের, জড়-চেতনের শ্রেষ্ঠ, নাহি মানবের ? এই বিশ্বব্যাপী চিন্তা, মুহূৰ্ত্তেকে যাহা অনন্ত জগত রাজা বেড়ায় ঘুরিয়া, যাহার প্রভাবে গণি গৌররাজ্য গতি বুঝি শ্বশ্ন ধৰ্ম্মনীতি, তৰ সমাজের, গড়ি রাজ্য অবহেলে, ঘটাই বিপ্লং,— যেই চিন্তা-শক্তিবলে মহৰ্ষি আপনি