পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৯৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

wሥጫ8 নবীনচন্দ্রের গ্রন্থাবলী । প্রতিবিস্বে এত শোভা যে রূপের মনোলোভা নাহি জানি সে রূপ কেমন ! কেমন সে রূপ রাশি জলে প্রতিবিম্ব ভাসি মোহে আমি মহিলার মন । তথাপি একটি রেখা, #ाइ কি গেলরে লেপা, তাহার হৃদয়ে এক দিন . সলিল হইতে, કો ! হেদে বুক ফেটে যায়, পুরুষ কিরূপ—জ্ঞানহীন ?” সখী ! রাজবালা মরি । মন্দ্রি ! দেখ কেশরাশি পড়ি ঢাকিয়াছে শরীর আমার । সে যে কত ভাগ্যলাম বাfপরে বিমুগ্ধ প্রাণ এই কেশপাশে তুমি যার । জর । হেন কেশ যদি মম, .হতভাগ্য তার ম কে আছে জগতে তবে আর, - ইহার বন্ধনে পড়ি যেই জন, সহচরী নর-জন্ম পাইবে উদ্ধার ? অন্তথা নিশ্চয় তব, झाप्लेदाका अद्दे मद । তুচ্ছ সেই ক্ষীণ কেশভার, পুরুষ বন্ধনে যার নাহি করে হাহাকার, নাহি দেয় বাতাসে সাতার । সর্থী। ছাড় ব্যঙ্গ রাজকণ্ঠা, তোমার যৌবন-বস্ত এইরূপে করিবে কি ক্ষয় ? অতুল কুস্তলপাশ পূৰ্বাবে না কারো আশ, বাধিবে না কাচারে হৃদয় ? জয় । সখি যে বস্তার টান সহস্র অর্ণবষান ভাগাইতে পারে মুখ পার,