পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৯৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

tుళసెty নবীমচন্দ্রের গ্রন্থাবলী । জিজ্ঞাসিল—“কহ, শৈল, অন্ত সমাচার ” পড়ি পদতলে শৈল ধরি দুই করে আগস্তুক দুই পদ, করুণ নয়নে চাহি ভীম মুখ পানে, কহিল কাতরে— “..হন পাপ অভিসন্ধি কর পরিহার । , নহ নিরমম তুমি । অভাগ্য অনাৰ্য্য হয়েছে কঙ্কালসার ; তথাপি এখন আছে শাস্তি, বনছায়া আছে অগণন । কেন মিছে দাবানল করি প্রজ্বলিত ভস্মিবে কঙ্কালরাশি ? ঘোর প:পানলে পোড়াবে ভগিনী তব, পুড়িবে আপনি ?” “পাপ !”—এক পদাঘাতে নিক্ষেপিয়া দুরে শৈলে, ক্ৰোধে আগন্তুক উত্তরিল—“পুপ ! অবহেলি আজ্ঞা মম এই ধৰ্ম্মনীতি শিখেছিস"রৈবতকে, শিখাতে আমারে, কুতন্ত্র "-ক্রোধেতে নাহি সরিল বচন । পদাঘাতে যেই ধৈর্য্য হয়নি চঞ্চল, টলিল “রুতন্ত্র” এই একটি কথায়। শৈলের ভরিল বুক, ভরিল নয়ন । জড়াইয়া ধরি গলা, রাখি ক্ষুদ্র মুখ বিশাল প্রস্তর বুকে, সিক্ত বালকের অশ্রুর ধারায়, কষ্টে কি কহিল শৈল — চলি গেল আগন্তুক নক্ষত্রের মত । সেই শিকড়েতে শৈল বসি পুনৰ্ব্বার চাহি অস্তগামী সেই শশধর পানে, । বৃক্ষে হেলাইয়া শির করিল রোদন ।