পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৯৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নাগ ।

፴፬ኝ ! Ža রৈবতক কাৰ্য্য । ' ۹ دسا বুঝিয়াছ পাণ্ডবের মন ? বুঝিয়াছি । প্রেমাকাঙ্ক্ষী পার্থ মুভদ্রার ? প্রেমাকাঙ্ক্ষী। . 象 আগস্তুক হইল নীরব । অ ধারে অধোরতর ছায়া মেঘমতু ছাইল বদন তার ; জলিল নয়ন অন্ধকারে যেন দুই জলস্ত অঙ্গার । শিকড় হইতে উঠি বেগে কিছুক্ষণ ভ্ৰমিল সে অন্ধকারে । “ভেবেছিন্থ যাহt *— বলিতে লাগিল ক্রোধে হইয়া অধীর,— “বটে ? ক্রমে উর্ণনাভ পাতিতেছে জলি ! একই ফুৎকারে তছু দিব উড়াইয়।” জিজ্ঞাসিল,শৈলে পুনঃ—“ভদ্র কি মেতন অৰ্জুনেতে অনুগ্ধক ?” নিয়ে নভঃপ্রান্তে পূর্ণ শশধর পানে চাহি উত্তরিল শৈল--"নবাগত ক্ষুদ্র ভূত্য মাত্র আমি, অন্তঃপুর-নিবাসিনী স্বভদ্রা সুন্দরী, কেমনে বুঝিব আমি হৃদয় তাহার ? কিন্তু ভ্রাতঃ ! ওই দেখ পূর্ণ শশধর, বসি সিন্ধুবক্ষোপরে দেখ, কি সুন্দর করিছেন আকর্ষণ প্রস্তর যেমন, নিরুক্ষুস নীরনিধি আছে কি এখন ?” আগন্তুক পুনঃ ক্রোধে ফিরাইয়া মুখ, ভ্ৰমিতে লাগিল বেগে । বহুক্ষণ পরে বসি শৈলপর্শ্বে, ছাড়ি স্থদীর্ঘ নিশ্বাস,