পাতা:নীতি-সন্দর্ভ.djvu/১০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দয়াগুণ । ԵԳ ভিন্নপরিবারপর্যন্ত বিস্তৃতি লাভ করে, তখন ভিন্নপরিবারস্থ লোকের জন্যও আমরা আত্মবিসর্জণে প্রস্তুত হই । এইরূপে যখন স্বদেশের তাবৎ লোকের উপর ভালবাসার পরিসর বিস্তার লাভ করে, তখন স্বদেশের জন্য আমরা আত্মত্যাগ করিতে প্রবৃত্ত হই। এইরূপ আত্মত্যাগই স্বদেশপ্রেমের পূর্ণবিকাশ। তখন ব্যক্তিবিশেষের প্রতি বা পরিবারস্থলোকের প্রতি যে বিশিষ্ট ভালবাসা তাহা আর থাকে স্বদেশপ্রেমের নিকট ইহা অতি তুচ্ছ বলিয়া অনুমিত হয় ; তখন স্বদেশের জন্য আমরা সমস্ত ত্যাগ করিতে প্রস্তুত হই । এই জন্যই মিবরাধিপতি রাণা ভীমসিংহ প্রাণাপেক্ষ প্রিয় তর পুত্রগণকেও স্বদেশের মঙ্গলার্থে বলিদান করিয়াছিলেন। রাণা ভীমসিংহ যবনশিবির হইতে মুক্তিলাভ করিয়া এক দিবস শ্রান্তি দূর করিবার মানসে নিজপ্রকোষ্ঠে শয়িতাবস্থায় মিবারের ভবিষ্যচিন্তায় নিমগ্ন আছেন এমনসময়, হঠাৎ “মৈ ভূখাহু” এই শব্দটা তাহার কর্ণকুহরে প্রবিষ্ট হইল। যে দিক দিয়া শব্দ আসিল, রাণা সেই দিকে দৃষ্টিপাত করিয়া চিতোরের অধিষ্ঠাত্রীদেবীকে দেখিতে পাইলেন। ভগবতীকে দেখিবামাত্র ভীমসিংহ বলিলেন, “আট সহস্র বীরপুরুষ খাইয়াও কি তোমার ক্ষুধার নিবৃত্তি হইল না মা' ! দেবী কহিলেন— “আমি রাজবলি চাই ; রাজমুকুটধারী দ্বাদশরাজকুমারকে বলিরূপে প্রাপ্ত না হইলে মিবাররাজ্য শিশোদীয়কুলের হস্তচু্যত হইবে।” এই বলিয়াই দেবী অন্তৰ্হিতা হইলেন। পরদিবস রাণা ভীমসিংহ পারিষদবর্গকে এই কথা জানাইয়া দ্বাদশবলির’ سی-سیاسی مصری مرمره