পাতা:নীতি-সন্দর্ভ.djvu/৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কর্তব্যান্থভাল । আমরা কি জন্য এই সংসারে আসিলাম ? চরাচরগুরু সৰ্ব্ব গুণধার পরমেশ্বর কেনই বা তামাদিগকে এই সংসারে প্রেরণ করিলেন ? তত্ত্বানুসন্ধানে প্রবৃত্ত হইলে সহজেই উপলব্ধি হয়, কৰ্ত্তব্যপালনের জন্য আমরা এই সংসারে আসিয়াছি। এই কাৰ্বব্যপালনের উপরই জগতের অস্তিত্ব নির্ভর করে । শৈশবে যদি মাতা শিশুসন্তানকে স্তন্যদান অথবা যত্নাতিশয়সহকারে লালনপালন না করেন তবে, শিশুর জীবনকুকুম কলিকাবস্থায়ই শুষ্ক হইয়া যাইবে । উপযুক্ত পুত্র যদি বৃদ্ধপিতার সেবাশুশ্ৰয না করে তবে অযত্নে বৃদ্ধের প্রাণ-বায়ু নিশ্চিতই অকালে বহির্গত হইবে। সংসারে সুখস্বাচ্ছন্দ্যে থাকিতে চাহিলে, একে অন্যের সাহায্য করিতে হইবে । এই রূপ পরস্পরীণ সাহায্য হইতে কৰ্ত্তব্যেৰ উৎপত্তি । শিশুকে যত্নাতিশয়সহকারে লালনপালন করিতে পিতামাত ধৰ্ম্মতঃ বাধ্য, তাহার লালনপালন সুতরাং, পিতামাতার অবশ্যকৰ্ত্তব্য-কৰ্ম্ম । পিতামাতার সেবা শুশ্ৰষা করিতে সন্তান বাধা, পি তামাতার সেবাশুশ্ৰষা করা সুতরাং সন্তানের অবশ্যকৰ্ত্তব্য-কৰ্ম্ম । জন্মাবধি মরণপৰ্যন্ত আমাদিগকে কৰ্ত্তব্যপালন করিতে হয় । কৰ্ত্তব্যপালন আমাদের প্রধান ধৰ্ম্ম । মনুষ্যজীবন কৰ্ত্তব্যের