পাতা:নীতি-সন্দর্ভ.djvu/৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨8 নীতি-সন্দর্ভ { SMMMMMMMMMMAAASAASAASAASAASAASAASAASAASAA AA ASAA AA ASASASA AAA সমষ্টি। মানুৰ যতদিন• বঁচিয়া থাকিবে, ততদিনই তাহাকে কৰ্ত্তব্যপালন করিতে হইবে । কৰ্ত্তব্যকে প্রধানতঃ চারিভাগে বিভক্ত করা যাইতে পারে; (১) নিজের প্রতি কৰ্ত্তব্য (২) আত্মীয়স্বজনের প্রতি কৰ্ত্তব্য ; (৩) প্রতিবাসী ও মনুষ্যসাধারণের প্রতি কৰ্ত্তব্য এবং (৪) স্বজাতি ও স্বদেশের প্রতি কৰ্ত্তব্য । ১। নিজের প্রতি কৰ্ত্তব্য—নিজের প্রতি কৰ্ত্তব্যের মূলমন্ত্র আত্মোন্নতি। আক্সোন্নতি ত্রিবিধ—শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক । দেহের সর্বাঙ্গীণ পরিণতির নাম শারীরিক উন্নতি, মনের বা মানসিকবৃত্তিসমূহের পূৰ্ণবিকাশের নাম মানসিক উন্নতি এবং জীবাত্মার শৌচসাধনের নাম আধ্যাত্মিক উন্নতি । শরীর, মন ও অীয়া এই তিনটীর উন্নতিসাধন করাই নিজের প্রতি কৰ্ত্তবgপালন । দেহের বা অঙ্গপ্রত্যঙ্গসমূহের যথাবিধি পরিণতিসম্পাদন করিতে হইলে পরিশ্রম আবশ্যক। যে অঙ্গের যেই কাৰ্য্য সেই অঙ্গকে সেই কাৰ্য্যে যথাবিধি নিয়োগ করিলে, সেই অঙ্গের পরিণতি হয় ; সুতরাং, শারীরিকপরিণতির জন্য প্রত্যেক অঙ্গপ্রত্যঙ্গকে ইহাদের স্ব স্ব কাৰ্য্যে নিযুক্ত করিতে হইবে । মানসিকপরিণতির প্রধান উপকরণ শিক্ষা । মানসিকবৃত্তিসমূহের পরম্পরায় সামঞ্জস্য রাখিয়া প্রত্যেকটর যথাবিধি অনুশীলন করিলে ‘মানসিক পরিণতি সাধিত হয়। মনোবৃত্তি