পাতা:নীতি-সন্দর্ভ.djvu/৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SAS SJS S JJJJ SAAAAA AAAA AASSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSJSSSSJSSSSJSS S S S S S S S JJJJ SAA AAAA AAAA AAAA AAAA AAAA SAAAA SAS A SAS SSAS SSAS SSAS অসংবৃত্তি তাহদের নিরোধ * আবশ্যক। অসদৃদ্ধৃত্তিগুলিকে সংযত এবং অনুশীলন দ্বারা সদৃবৃত্তিগুলিকে পরিস্ফুরিত করিলেই মানসিক উন্নতি স্বসিদ্ধ হয়। অসদবুত্তি গুলিকে সংযত রাখাই আত্মসংযম। আত্মসংযম আধ্যাত্মিক-উন্নতির প্রধান অবলম্বন। সংযমসাধন করিতে পারিলেই ঈশ্বরে প্রেম ও ভক্তি স্থাপিত হয় ; ঈশ্বরে প্রেম ও ভক্তি স্থাপিত হইলে হৃদয়ে অনুপম আনন্দের অনুভব হয়। ইহাই প্রকৃত সুখ ; ইহারই নাম সন্তোষ । ইন্দ্রিয়ের চরিতার্থতাসম্পাদনে প্রকৃতস্থখলাভ হয় না। তাহা যদি হইত, তবে আর সংসারী বিরাগী হইত না ; শুদ্ধোদনি ভোগবিলাসের কেন্দ্রস্থল রাজপ্রাসাদ ছাড়িয়া ভীষণহিংস্ৰজন্তুসঙ্কুল অরণ্যানীর আশ্রয় গ্রহণ করিতেন না ; চৈতন্য দেব পরমরূপবতা যুবতী ভাৰ্য্যাকে ত্যাগ করিয়া সন্ন্যাসী সাজিতেন মা। অর্থে যদি সন্তোষ লাভ হইত, তবে ভক্ত প্রবর প্রহ্লাদকে আর সেইরূপ অসীমযন্ত্রণা ভোগ করিতে হইত না । প্ৰহলাদ রাজাধিরাজের পুত্র ছিলেন ; অর্থের বিনিময়েই সন্তোষ ক্রয় করিতে পারিতেন । ইন্দ্রিয়ের চরিতার্থতাসম্পাদনে বা অর্থে সন্তোষলাভ হয় না বলিয়াই, ইহার এই সকল পরিত্যাগ করিয়া ঈশ্বরপ্রেমে উন্মত্ত হইয়াছিলেন । সন্তোষ ঈশ্বরপ্রেমে ও ভক্তিতে। যাহারা ঈশ্বরে প্রেম ও ভক্তি স্থাপন করিতে পারেন,

  • নিরোধ-বিষয়ে বিনিবৃত্তি।