পাতা:নীতি-সন্দর্ভ.djvu/৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

88 নীতি-সন্দর্ভ । দেবমন্দিরে রজনী অতিবাহিত করিলেন । প্রভাতে প্রহরী সহচরদিগের নিকট এই বৃত্তান্ত বলিতেছে, এমনসময়, দুর্জনশীল তথায় উপস্থিত হইলেন। তঁহাকে দেখিতে পাইয়া প্রহরী স্বীয় তরবারি রাজার পদতলে রাখিল এবং ধীরভাবে তাহার আদেশের প্রতীক্ষায় রহিল। রাজা কোনরূপ কটুক্তি না করিয়া তাহার ভূয়সী প্রশংসা করিলেন এবং কৰ্ত্তব্যনিষ্ঠার জন্য র্তাহাকে অনেকগুলি মূল্যবান দ্রব্য উপহার দিলেন। অতএব আপন আপন কৰ্ত্তব্যসাধনই সিদ্ধিলাভের মুখ্য পন্থা ।