পাতা:নীতি-সন্দর্ভ.djvu/৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কৰ্ম্মঠতা । ©Ꮍ SAASAASAASAASAASAASAASAASAASAASAAAS A SA AAAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA SAAAAAS SSAAAASA SAASAASAASAAAS تصحیحصحیت عمحصات عصحصحیحیحه সাহায্য বিনা কেহই এজগতে উন্নতি, লাভ করিতে সমর্থ হন নাই । .৩। সাধুতা। কণিকমন্ত্রে দীক্ষিত হইয়া কৰ্ম্মক্ষেত্রে প্রবেশ করিলে কখনও অভীষ্টলাভ হয় না ; মিথা, কাপট্য, শঠতা প্রভৃতির আশ্রয় অবলম্বন কদাপি মঙ্গল দায়ক নহে। কখনও কোন অবস্থায় মিথ্যা আচরণ করা উচিত নহে ; মিথ্যা কথা বলিয়া ব্যক্তিবিশেষকে প্রতারণা করিলে ঐ মিথ্যা কখনও অজ্ঞাত থাকিবে না এবং ইহা প্রকাশ হইয়া পড়িলে আর কস্মিনকালেও কেহ তোমাকে বিশ্বাস করিবে না । মিথ্যাকথা দ্বারা যে কেবল নিজের অনিষ্ট সাধিত হয়, এমন নহে, ইহা জগতেরও ঘোর অনিষ্টের কারণ হইয় উঠে। এই কৰ্ম্মক্ষেত্রে প্রত্যেক মনুষ্যকে অন্যের সাহায্যের উপর অনেক পরিমাণে নির্ভর করিতে হয় । এক জন মনুষকে যদি নিজের উপজীব্য সমুদয় বস্তু নিজে উৎপন্ন করিতে হইত, তবে তাহার এই সংসারে বসতি করাই অসম্ভব হইয়া উঠিত। এই জন্যই আমাদের মধ্যে তস্তুবায় ও কৃষিজীবী প্রভৃতি নানাবিধ বর্ণবিভাগ দৃষ্ট হইয়া থাকে। কৃষিজীবীর বস্ত্রের প্রয়োজন হইলে তস্তুবায়ের নিকট হইতে ইহা ক্রয় করিতেছে, তস্তুবায়ের ধান্ত্যের আবশ্যক হইলে কৃষিজীবীর নিকট হইতে ইহা ক্রয় করিতেছে । তস্তুবায়ের বিশ্বাস, সে কৃষকের দ্বারা প্রতারিত হইবে না ; কৃষকের বিশ্বাস, সে তন্ত্রবায়ের দ্বারা প্রতারিত হইবে না । এইরূপ বিশ্বাসের উপরই জগৎ চলিতেছে। এই বিশ্বাসের মূল সাধুতা; স্বতরাং সাধুত অক্ষুণ্ণ রাখিবার জন্য সর্বদা যত্নশীল থাকা কৰ্ত্তব্য । جمعیت ایستحصیه