পাতা:নীতি-সন্দর্ভ.djvu/৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সহিষ্ণুতা ও ধৈর্য্য। ԳԳ AAA AASAAAA AAAAJM MM AeAMM MM MMMAMeAAA AAAA AAAA AAAA AAAAM MMMM MM MMMM MMMM AAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA SAAAAA SAAA SAAA AAAA SAAAAASA SSASAS SSAS SSAS জ্ঞানী, বিদ্বান, বুদ্ধিমান বা ধনী কেহ নাই” মনে এইরূপ ধারণা হওয়াই অহঙ্কারের কুকাৰ্য্য। জগতের সহিত যাহাদের সম্বন্ধ নাই, যাকুরি নিজগণ্ডীর মধ্যে থাকিয়া কেবল নিকটস্থ লোকের সহিত সম্বন্ধ রাখেন, তাহাদেরই মনে এই ভাবের উদয় স্বাভাবিক ; কিন্তু যাহারা স্বীয় গণ্ডীর মধ্যে দৃষ্টি আবদ্ধ না রাখিয়া গণ্ডীর বাহিরে লক্ষ্য করেন এবং অভ্রান্তচিত্তে নিজকে অন্যান্যব্যক্তির সহিত তুলনা করেন, তাহদের অহঙ্কারের কারণ থাকিতে পারে না। ধনে, মানে ও জ্ঞানে বহুগুণে শ্রেষ্ঠ অনেক ব্যক্তি রহিয়াছেন দেখিতে পাইয় তাহাদের মোহ ভাঙ্গিয়া যায় ; অহঙ্কারের ভাব মনে থাকিলে তাহা খবীভূত হইয় পড়ে। বস্তুতঃ একটু ভাবিয়া দেখিলে ইহা স্পষ্টই উপলব্ধ হয় যে, ইহ সংসারে আমাদের অহঙ্কার করার কোন সামগ্ৰী নাই। তুমি, আমি সকলেই ভগবানের শক্তি লইয়া কাৰ্য্যক্ষেত্রে অবতীর্ণ হইয়াছি। তোমাতে ভগবানের শক্তি যে পরিমাণে প্রকটিত হইয়াছে, আমাতে তদপেক্ষ ক্ষীণাকারে তাহ বিকশিত হইতে পারে, কিন্তু তাহা বলিয়া কি আমি তোমার অবজ্ঞার পাত্র ? ভগবানের বিশ্বরাজ্যে তুমি আমি ক্ষুদ্ৰাদপিক্ষুদ্রতম জাব। তোমার শক্তি অপেক্ষা শতগুণে, সহস্ৰগুণে শক্তিশালী ব্যক্তি রহিয়াছেন যাহাদের সহিত তোমার তুলনাই হয় না ; তাহা দের নিকট তুমি সমুদ্রমধ্যে একটা বুদ্ধ দুমাত্র, যদি তাহাই হয়, তবে আমি তোমা অপেক্ষা কম শক্তিশালী বলিয়া তোমার অহঙ্কার করার কি রহিল ?