পাতা:নীতি-সন্দর্ভ.djvu/৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সুহিষ্ণুতা ও ধৈৰ্য্য। Գծ AMAMAMAMAMAMAAA AAAA AAAA AAAA AAAAMAAAS م۔م۔مہا۔ یہ r-rے۔ অচিরে সুফল দেখিতে না পায়, ইহারা হতাশ হইয়া পড়ে ; তাহাদের উদ্যম ও অধ্যবসায় একবারে বিলুপ্ত হইয়া যায়। একবরমাত্র বিফলমনোরথ হইয়াই তাহার “হা হতোহম্মি” বলিয়া উপায়ান্তর উদ্ভাবনে নিশ্চেষ্ট থাকে। কেহ কেহ আবার প্রথমেই ফলে সন্দিহান হইয়া কৰ্ম্ম হইতে বিরত হয়, এবং ক্রমে পরাচীন হইয়া পড়ে। কিন্তু স্থিরপ্রকৃতির লোক যে কাৰ্য্য সম্পাদনের জন্য অগ্রসর হন, তাহার ফল না দেখিয়া কখনই সেই কায্য হইতে বিরত হন না ; তাহাদের কৰ্ম্মে শতসহস্র অন্তরায় উপস্থিত হইলেও তাহারা নিরাকৃত হন না বরং আরও অধিক উদ্যম ও অধ্যবসায়ের সহিত বিস্ত্র-সমূহকে দূর করিতে যত্ন করেন। ধৈৰ্য্য ও সহিষ্ণুতার বলে প্ৰহলাদ আরাধ্য দেবতাকে পাইয়া হৃদয়ের শান্তিবিধান করিয়াছিলেন ; মায়াদেবীসুত নির্বাণ প্রাপ্ত হইয়াছিলেন, এবং ধ্রুব সিদ্ধকাম হইয়াছিলেন। ধৈর্য্যবলে হুমায়ুন রাজ্যভ্রষ্ট হইয়াও আবার ভারত-সিংহাসনে অধিঠান করিতে সমর্থ হইয়াছিলেন। হুমায়ুন সের সাহ কর্তৃক সিংহাসনচ্যুত হইয়া দুৰ্দ্ধৰ্য বৈরার করালগ্রাস হইতে রক্ষা পাইবার জন্য যে স্থানে আশ্রয় গ্রহণ করেন, নিষ্ঠর সের সাহ সেইখানেই র্তাহাকে আক্রমণ করিতেন। অবশেষে নিরূপায় হইয়া তিনি অমরকোটাভিমুখে পলায়ন করেন ; পথে যেরূপ দুর্দশাগ্রস্ত হন, তাহাতে যদি মুহূর্বের জন্যও অধীর হইতেন, তাহা হইলে সপরিবারে পথেই বিনষ্ট হইতেন ; কিন্তু হুমায়ূন একমাত্র ধৈর্য্য ও সহিষ্ণুতাবলে সেই ভয়াবহ বিপৎসাগর উত্তীর্ণ হইয়াছিলেন।