পাতা:নীতি-সন্দর্ভ.djvu/৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఢాకాtఆప్తe 1 যে সমস্ত গুণগ্রামের জন্য মানুষ প্রাণিজগতের শীর্ষস্থান অধিকার করিয়াছে, তন্মধ্যে দয়া একটী অতি উৎকৃষ্ট গুণ । যে সকল ধৰ্ম্মবীর জগতে প্রেমের রাজ্য বিস্তার করিয়া গিয়াছেন তাহাদের সকলেরই এই গুণ সম্যকরূপে বিদ্যমান ছিল । বুদ্ধদেবে ও চৈতন্যদেবে এই গুণ সম্যক পরিস্ফুটিত হইয়াছিল, তাহাতেই তাহার নিজকে ভুলিয়া জগজ্জনকে আপনার বলিয়া গ্রহণ করিয়াছিলেন, নিজের দুঃখ ভুলিয়া পরের দুঃখমোচনে জীবনপণ করিয়া জগতে প্রেমের রাজ্য বিস্তার করিয়াছিলেন । হৃদয়ে যখন এই গুণ সম্যকরূপে বিকশিত হয়, তখন আর আত্মপর জ্ঞান থাকে না। দয়াকে প্রধানতঃ দুই অঙ্গে বিভক্ত করা যাইতে পারে ; (১) দান (২) সহানুভূতি। দান অনেকপ্রকারের হইতে পারে। এক কালে বহু অর্থ দেওয়ার নাম ও দান। কিন্তু এইরূপ দান কর! অনেকেরই সাধ্য নহে। অথচ ইহা অনেকসময় স্বার্থজড়িত থাকে। যাহা ধনী নির্ধন সকলেরই আয়ত্ত আমরা সেইরূপ দানের কথাই বলিতেছি । অত্রিসংহিতায় এইরূপ দানের সংজ্ঞানির্দেশ রহিয়াছে । অহন্যহনি দাতব্যমদীনেনান্তরাত্মন । স্তোকাদপি প্রযত্বেন দানমিত্যভিধীয়তে ॥