পাতা:নীতি-সন্দর্ভ.djvu/৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bペ নীতি-সন্দর্ভ। ' নির্ববাহের অন্য কোন উপায় নাই তাহাদিগকেই, যথাসাধ্য দান করা উচিত । এইরূপ দানই সহজ ও স্বাভাবিক এবং এইরূপ দান হইতে হৃদয়ের কোমলবৃত্তিগুলি ক্রমে বিকশিত হইয়া অবশেষে মানুষকে দেশসেবায়, প্রাণিসেবায় নিয়োজিত করে। কিন্তু যাহারা কাৰ্য্যক্ষম, নিজে কৰ্ম্ম করিয়া নিজের ও পরিবারস্থ লোকের ভরণপোষণ নির্ববাহ করিবার যাহাদের ক্ষমতা ও শক্তি রহিয়াছে, তাহাদিগকে দান করা কোনমতেই বিধেয় নহে। দুঃখের বিষয়, আমাদের সমাজে অনেক কাৰ্য্যক্ষম ব্যক্তিও ভিক্ষাবৃত্তি অবলম্বন করিয়া স্বচ্ছন্দে জীবিকানির্ববাহ করিয়া থাকে । আমাদের সমাজের শাসন নাই বলিয়াই এরূপ আত্মনির্ভরে সক্ষম ব্যক্তিও নীচবৃত্তি অবলম্বন করে। যশোলাভের কিংবা প্রত্যুপকারের আশায় দান করা উচিত নহে ; এইরূপ দানকে রাজসিক দান বলে। অমুপযুক্তপাত্রে যে দান, তাহার নাম তামসিক দান। দেয়জ্ঞানে দেশ, কাল ও পাত্র অনুসারে দান করা উচিত ; এইরূপ দানই শ্রেষ্ঠ, ইহাই সাত্বিক দান এবং এইরূপ দানেই দয়ার রাজ্য বিস্তার লাভ করে। কাশিলোককে দান করা উচিত, তাহার সম্যক নিৰ্দ্ধারণ করিবার কোন উপায় নাই। সময় ও অবস্থা বিবেচনায় ইহা নিজে নিজেই স্থির করিতে হয় । সহানুভূতি উচ্চ-অঙ্গের দয়া। অন্যের দুঃখে দুঃখী ও তান্যের সুখে সুখী হওয়া, পরশুশ্রীষা ও পরহিতে ব্ৰতী হওয়া ইত্যাদি সহানুভূতির কার্য । পুরাণে লিখিত আছে, মানুষ চতুৰ্ব্বিধ ঋণে ঋণী হইয়া এই ধরাধামে জন্মগ্রহণ করে। সুযোগ