পাতা:পথের সাথী.djvu/৯

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

পথের সাথী।

 যা দেবী সর্ব্বভূতেষু শান্তি রূপেণ সংস্থিতা।
 নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমোনমঃ॥

 প্রথম ও প্রধান কথা হইল—সদুপদেশ সমূহ শুনিয়া বা জানিয়া কিছু হইবে না, উপদেশগুলি কার্য্যে পরিণত করিয়া প্রত্যক্ষভাবে অনুভব করিতে হইবে। কেবল বিচার বা তর্কে কোনও ফল হইবে না। পাণ্ডিত্যই ধর্ম্ম নহে।

উদ্ধরেদাত্মনাত্মানং নাত্মানমবসাদয়েৎ।
আত্মৈব হ্যাত্মনোবন্ধুরাত্মৈব রিপুরাত্মন:॥[১]

  1. বঙ্গানুবাদ—(১) নিজে নিজের উদ্ধার সাধন করিবে, নিজেকে বিপন্ন করিও না। তুমি নিজেই নিজের বন্ধু এবং নিজেই নিজের শত্রু।