পাতা:পলাশির যুদ্ধ.djvu/১৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

לכ হইলে বিজ্ঞানেরও সম্মান রক্ষা পাইত এবং বর্ণনাও চমৎকারিণী হইত। ক্লাইবের বর্ণনায় কিঞ্চিৎ মূনতা থাকিলেও, যিনি ধ্যানযোগে তাঁর মানস চক্ষুর সম্মুখবর্তিনী হইয়৷ এই ক্ষুদ্রতাময় নরলোকে ক্ষণকাল বিরাজ করিয়া গিয়াছেন,তাহার দিকে চাহিলেই সকল কথা ভুলিয়া যাই। একবার নাম ভরিয়া ঐ মূৰ্ত্তি নিরীক্ষণ করিলে, নবীন বাবুকে কখনই প্রশংসার সামান্ত উপহার দিতে প্রবৃত্তি হয় না; প্রশংসা করিবার ইচ্ছা তখন প্রীতি ও ভক্তিতে পরিণত হয় । যখন বীর-কেশী ক্লাইব, সংশয়দোলায় দোলায়িত হইয়া আশার হিল্লোলে একবার উপরে উঠতেছেন এবং পরিণাম-চিন্তায় আবার জড়সড় হুইযা ভূতলে গড়িতেছেন ; যখন সম্পদ ও বিপদ, বিজয় ও পরাজয় এবং কীৰ্ত্তি ও অকীৰ্ত্তির বিভিন্ন মূৰ্ত্তি র্তাহার কল্পনানেত্রে ক্ষণে ক্ষণে প্রতিভাসিত হইয় তাহাকে ভয়ানকরপে বিলোড়ন করিতেছে ; এবং যখন অপমানের বৃশ্চিক দংশন, লোভের অঙ্কুশ-তাড়ন এবং অভিমানের প্রদীপ্তবহ্নি তাহার চিত্তকে এক অনিৰ্ব্বচনীয় উৎসাহে স্ফীত করিয়া তুলিতেছে, এমন সময়ে রাজরাজেশ্বরীরূপিণী এক দিব্য রমণী আরাধ্য দেবতার স্তায় অথবা মূৰ্ত্তিমতী সিদ্ধি কি জয়শ্রীর দ্যায়, অন্ধকার-গৃহে দীপালোকবৎ, অকস্মাৎ তাহার নিকটে আবিভূর্ত হইলেন। তখন,— “সহস্র ভাস্কর তেজে গগন প্রাঙ্গণ ভাতিল উপরে; নিয়ে হাসিল ভূতল; সবিস্ময়ে সেনাপতি দেখিলা তখনি জ্যোতিৰ্ব্বিমণ্ডিত এক অপূৰ্ব্ব রমণী।" এই রমণীচিত্র অপ্রতিম। এই অলৌকিক রূপরাশি দর্শনে অতি