পাতা:প্রবন্ধ পুস্তক-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২০ প্রাচীন ভারতবর্যের রাজনীতি । ৬। আধুনিক ভারতে কাৰ্য্যগত জাতীয় শিক্ষা লোপ হই, তেছে কিন্তু বিজ্ঞান ও সাহিত্যচর্চার অপূৰ্ব্ব স্মৃষ্টি হইতেছে। অনেকে রাগ করিয়া বলিবেন,তবে কি স্বাধীনতা পরাধীনত তুল্য ? তবে পৃথিবীর তাবজ্জাতি স্বাধীনতার জন্য প্রাণপণ করে কেন ? যাহারা এরূপ বলিবেন, তাহদের নিকট আমাদের এই নিবেদন যে আমরা সে তত্ত্বের মীমাংসায় প্রবৃত্ত নহি। আমরা পরাধীন জাতি—অনেক কাল পরাধীন থাকিব-সে মীমাংসায় আমাদের প্রয়োজন নাই। আমাদের কেবল ইহাই উদেশ্য যে প্রাচীন ভারতবর্ষের স্বাধীনতার হেতু, তত্ত্বাসিগণ সাধারণতঃ আধুনক ভারতীয় প্রজাদিগের অপেক্ষ মুখী ছিল কি না? আমরা এই মীমাংসা করিয়াছি, যে আধুনিক ভারতবর্ষে ব্ৰাহ্মণ ক্ষত্রিয় অর্থাৎ উচ্চশ্রেণীস্থ লোকের অবনতি ঘটিয়াছে, শূদ্র অর্থাৎ সাধারণপ্রজার একটু উন্নতি ঘটয়াছে। 一蚤羟