পাতা:প্রবন্ধ পুস্তক-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তিন রকম । Y86. বীপ দিতেছ—গরিব ‘নবীনা: খুনের দায়ে ধরা পড়িতেছে। তোমাদের আবার ধৰ্ম্মের ভয় কি ? তোমরা কি মান ? ঠাকুর দেবতা ? যিশুখ্ৰীঃ ? ধৰ্ম্ম মান ? পাপ পুণ্য মান ? কিছু না— . কেবল আমাদের এই আলতা পরা মল বেড়া শ্ৰীচরণ মান ; সেও নাতির জালায় । শ্ৰীচণ্ডিক মুনারী দেবী । নং ২ সম্পাদক মহাশয় আপনাদের ঐচরণে একিঙ্করীকুল, কোন দোষে দোষী? আমরা কি জানি ?—আপনার শিখাইবেন, আমরা শিখিব—আপনার গুরু, আমরা শিষ্য,—কিন্তু শিক্ষাদান এক, নিন্দ আর । বঙ্গদর্শনে ‘নবীনার” প্রতি এত্ত কটুক্তি কেন? আমাদের সহস্ৰ দোষ আছে স্বীকার করি। একে স্ত্রীজাতি তাতে বাঙ্গালির মেয়ে ; জাতিতে কাঠ মল্লিক, তাহাতে মরুভূমে দরিয়াছি-দোষ না থাকিবে কেন? তবে কতকগুলি দোষ, আপনাদেরই গুণে জন্মিয়াছে । আপনাদের গুণে, দোষে নহে। আপনার আমাদের এত ভাল না বাসিলে, আমাদের এভ দোষ ঘটিত না। আপনার আমাদের মুখী করিয়াছেন, এজন্য আমরা অলস। মাথার ফুলটি খসিয়া পড়িলে, আপনার ভুলিয়া পরান। আপনায় জল হইয়া যে নলিনী হৃদয়ে ধারণ করেন, সে কেন স্বচ্ছ সলিলে আপনার রূপের ছায়। দেখিয়া দিন না কাটাইবে ? আমরা অতিথি অভাগতের প্রতি অমনোযোগী—তাহার কারণ আমার স্বামী পুত্রের প্রতি অধিক মনোযোগী। আম৷ ●