পাতা:প্রবাসী (অষ্টবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

--:7--.-- - - " r్క o ৩য় সংখ্যা]

    • ৪-fr:- *

SiAAA AAAA SAAAAA S আরাতাম 8e. কছিলেন, শত্রুরা বিমানের আলোক নিভাইয়া দিয়াছে, আপনি সকল যন্ত্রে আলোক জালিয়া রাখিতে আদেশ করিবেন । হয় ত শত্র আপনাদিগকে আক্রমণ করিবে, কিন্তু সেজন্য আপনার কোন চিন্তা করিবেন না। শক্রকে পরাভব করিয়া তাড়াইয়া দেওয়ার ভার আমার। আমার বিমানে আলোক জলিবে না, কোন শব্দও হইবে না । আমি যাহাতে শক্রমিত্র উভয়ে প্রভেদ বুঝিতে পারি সে বিষয়ে আপনারা সতর্ক থাকিবেন । শত্রু আলোক জালাইলে আপনার আলোক নিভাইবেন, তাহারা নিভাইলে আপনার জালাইবেন। অধ্যক্ষ চলিয়া গেলেন। আরাতাম স্মিতমুখে বেথরকে কহিলেন,—তোমার বিবাহরাত্রিও নিরাপদে কাটিল না। তুমি এখন কি করিবে ? --যেমন আদেশ করিবেন। যদি অনুমতি করেন তাহা হইলে আমি আপনার নিকট থাকিব। —আমি শত্রুপক্ষের বিমান বিনাশ করিতে যাইতেছি । তুমি আমার সঙ্গে যাইবে? —এখনি । সেনাপতি কহিলেন,—আমিও যাইব । আরাতাম কহিলেন,-আপনি যাইবেন না, এখানে আপনার উপস্থিত থাকা আবশ্বক। ইচ্ছা হয় আর কাহাকেও আমার সঙ্গে দিন । সেনাপতি আর একজন প্রধান সেনানায়ককে ডাকিয়া দিলেন। আরাতাম কিছুমাত্র কালবিলম্ব না করিয়া তলিতার আরোহণ করিলেন । র্তাহার সঙ্গে সৈন্তাধ্যক্ষ বেথর ও নাদিব গেল । আফাশে উঠিবার সময় যন্ত্রের শব্দ হইল, তাহার পর আর কোন শব্দ মাই। আরাতাম স্বয়ং যন্ত্র চালনা করিতেছিলেন। তলিতায় একটিও আলোক জালাইলেন না । অন্ধকার আকাশে, বৃহৎ অন্ধকার ছায়ার মতন নক্ষত্রখচিত নৈশ গগনে তলিত বিচরণ করিতে লাগিল। শত্রুপক্ষের বিমানে আলোক ছিল না, রাজা শিশেরার বিমানসমূহে আলোক জলিতেছিল। সকল যন্ত্রেই শব্দ হইতেছিল। শম্ব লক্ষ্য করিয়া ও বিমানের আলোক দেখিয়া শত্রুর আকাশযানসমূহ রাজপক্ষের বিমানশ্রেণীকে - & جا س - چ আক্রমণ করিবার চেষ্টা করিল। তলিতা যে নিঃ= কৃতান্তের ন্তায় তাহাদের অনুসরণ করিতেছিল তাহারা ত জানিত না । অকস্মাৎ একটা প্রজ্বলিত অগ্নিশিখা তলি হইতে বিমুক্ত হইয়া প্রচণ্ড বেগে শক্রদের একটা বিমান আঘাত করিল, বিমান অমনি জলিয়া উঠিয়া নগরের বানি গিয়া ক্ষেত্রে পতিত হইল। এইরূপে শত্রুদের আর এই বিমান দগ্ধ হইয়া গেল। তখন আরাতাম সকল বিমাt উপরে উঠিয়া তলিতার সমুদায় আলোক জালিয়া দিলে স্বৰ্য্য-তুল্য তীব্র জালাশালী একটা আলোক চারিটি ঘুরিতে লাগিল । তখন শত্রুপক্ষের অবশিষ্ট বিমান স নগর হইতে পলায়ন করিল। দিকৃ-নিরূপণ করিবার জষ্ঠ তাহাদের আলোক জালি হইল। কিছুদূর পর্যন্ত রাজপক্ষের বিমানসমূহ তাহা অনুগামী হইল, তলিত জলন্ত উস্কার দ্যায় তাহাদিগ তাড়না করিল। আর-একটা আকাশযান পুড়িয়া ঃে অবশিষ্ট কয়েকটা পলায়ন করিয়া রক্ষা পাইল । পর দিবস সংবাদ আসিল—শত্রুদের বিমান রাজ্যসী কয়েকটা গ্রাম জালাইয়া দিয়াছে, আরাদ সসৈন্তে রাৱে প্রাস্তভাগ আক্রমণ করিয়াছেন এবং তাহার সৈন্ত অধিক থাকতে রাজা শিশেরার দৈন্ত একটা দুর্গে অা গ্রহণ করিয়াছে। রাজধানীতে এ পর্য্যন্ত আশঙ্কার দ্ধে কারণ হয় নাই । রাজা শিশের বিশলামে আছেন জানি পারিয়াই শত্রুদের বিমান নগর আক্রমণ করিয়াছিল । সেনাপতি সেই দিনই রাজ্যসীমায় যাত্রা করিলে বিশলাম ও রাজ্যসীমার মধ্যে স্থানে স্থানে যে-স সৈন্ত ছিল তাহার রাজ্যপ্রাস্তে প্রেরিত হইল। র স্বয়ং যুদ্ধক্ষেত্রে যাইতে মনস্থ করিলেন। রাজধ সাফির কোথায় থাকিবেন তাহার বিচার হইল। বিশষ্ট যখন আকাশমার্গ হইতে একবার আক্রান্ত হইয় তখন দ্বিতীয় বার শত্রু আসিতে কতক্ষণ ? রাজধানী বৃহৎ ও উচ্চ রাজপ্রাসাদ অনেক দূর হইতে দেৰি পাওয়া যায়, শত্রুর একটা আকশযান আসিsে আশঙ্কা । সাফির কিছুতেই বিশলাম ছাড়িয়া যাই চাহেন না,বলিলেন, এখানে প্রজার যেমন আশঙ্কা অামা সেইরূপ আশঙ্কা, আমি আত্মরক্ষার জন্ত পলায়ন ক;