পাতা:প্রবাসী (অষ্টবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8०२ ८कन ? उदिब्रा फिखिब्रां हिब्र श्ण बिभगांभ श्रेष्ठ किडू দূরে বম্ভের মধ্যে একটি ছোট বাড়ীতে রাজকন্ত কিছু দিন থাকিবেন। মৃগয়া উপলক্ষে রাজা সময়ে সময়ে সেখানে থাকিবেন। সেখানে শত্রুর বিমান বা সৈন্ত হইতে ८कांमक्रश्न जांनंका नाहे । ब्रांछकछांद्र ब्रक्रांद्र अछ अन्न সংখ্যক সৈন্ত রছিল। । আরাতাম রাজা ও সেনাপতিকে কহিলেন, যেখানে শত্রুর আশঙ্কা অধিক, যেখানে যুদ্ধের সম্ভাবনা সেইখানে তলিতার ও আমার স্থান। এখানে দুই চারিট বিমান রাখিলেই হইবে, আর সকল বিমান যুদ্ধক্ষেত্রে প্রেরিত झछेक । সেনাপতি কহিলেন,—বিমান-বিভাগের আপনাকে স্বীকার করিতে হইবে । রাজা কহিলেন, সে কথা ত স্থিরই আছে। আরাতাম কহিলেন,—আপনার আদেশ আমি ত পূৰ্ব্বেই স্বীকার করিয়াছি। বিমানসমূহ কোথায় থাকিবে সেনাপতি নির্দেশ করিয়া দিন । সেনাপতি কহিলেন, যে-দুর্গে আমাদের সৈন্তগণ রহিয়াছে আপনি আপাততঃ সেইখানে বিমান রাখুন সেখানে স্থান যথেষ্ট আছে, আপনার উপযুক্ত বাসস্থানও आोप्छ् । গৃহে ফিরিয়া আবাতাম সেই দিনই যাত্রার আয়োজন করিলেন। বেথর তাহার সঙ্গে যাইবার জন্ত অনুনয় করিতে লাগিল। আরাতাম বাষ্টীকে সঙ্গে লইলেন না । গৃহরক্ষার ভার উরানের উপর রহিল, সেনাপতিও কয়েক জন সৈনিককে আরাতামার বাটীর প্রহরায় নিযুক্ত করিলেন । আরাতামার সঙ্গে গেল নাদিব, বেথর ও সেনাপতি কর্তৃক নির্বাচিত এক ব্যক্তি। তাহার হস্তে সেনাপতি ঘুর্গের অধ্যক্ষের নামে পত্র দিলেন । অধ্যক্ষতা একোবিংশ পরিচ্ছেদ দ্যুপতি রুদেলা ওরফে রত্নবণিক উজাল বিশলাম इहेरठ किब्रिग्नां श्रांनिब्र ब्रांज निप्लब्रांद्र ब्रांबा आङ्गशनं করিতে বিলম্ব করিলেন না। তাছার আদেশেই প্রবাসী-আষাঢ়, ১৩৩৫ [ ২৮শ ভাগ, ১ম খণ্ড । y్సy-^* আকাশযানশ্রেণী বিশলাম আক্রমণ করে, তিনি স্বয়ং দস্থ্য ও অপর সৈন্ত লইয়া রাজ শিশেরার রাজ্যসীমায় প্রবেশ করেন। প্রথম যুদ্ধে রাজার পক্ষের সৈন্তসংখ্যা অল্প হওয়াতে তাহার হটিয়া দুর্গে আশ্রয় গ্রহণ করে । আরাদের ইচ্ছা দুর্গ বেষ্টন করিয়া ফুর্গের অভ্যস্তরস্থিত সৈন্তগণকে পরাজয় করিয়া দুর্গ অধিকার করেন, কিন্তু রুদেলা সে প্রস্তাবে সন্মত হুইলেন না । দুর্গ হস্তগত করিতে পারিলে বিশেষ কোন লাভ নাই, কারণ ফুর্গে অবরুদ্ধ সৈন্ত অল্প, দুর্গ অধিকার করিতে বহুসংখ্যক সৈন্তের প্রয়োজন এবং তাঁহাতে দীর্ঘকাল অতিবাহিত হইবে। তাহাতে রাজ্যজয়ের সম্ভাবনা হইবে না ; কেন না, যতই কাল কাটিবে ততই রাজা শিশেরার সৈন্তবল বাড়িবার সম্ভাবনা এবং অন্ত রাজারাও র্তাহার সহায়তা করিতে পারেন। কাল তাহার অনুকুল ও আরাদের প্রতিকুল। যদি অল্প সময়ের মধ্যে রুদেল এবং আরাদ রাজ্যের কিয়দংশ জয় করিতে পারেন তাহা হইলে রাজ্যের সর্বত্র একটা আন্দোলন উপস্থিত হইতে পারে। প্রজাদের মনে রাজা শিশেরার বলের সম্বন্ধে সংশয় জন্মিতে পারে, অপর রাজারাও কোন পক্ষ অবলম্বন কয়িবেন সে-বিষয় ইতস্ততঃ করিতে পারেন। দুর্গের সম্মুখে কিছু সৈন্ত রাখিয়া রুদেলা সসৈন্তে রাজ্যের ভিতর প্রবেশ করিলেন। তিনি যে প্রথমে কয়েকটা গ্রামে গ্রামবাসীদিগকে কঠিন শাসন করিয়াছিলেন ও দুইচরিট গ্রাম জালাইয়া দিয়াছিলেন, তাহার উদ্দেশু রাজ্যের প্রাস্তবাসীরা ভয় পাইয় তাহার বশীভূত হইবে ও তাহার পথে কোনরূপ বাধা দিবার চেষ্টা করিবে না । সে উদ্দেশু সফল হইতেই তিনি প্রজাদিগের প্রতি উৎপীড়ন একেবারে নিবারণ করিলেন। কোন সৈনিক লুটপাট অথবা প্রজার প্রতি কোনরূপ অত্যাচার করিলে তাহার অত্যন্ত কঠোর শাস্তি হইত। ক্রমে প্রজাদের আশঙ্কা ও প্রাণভয় তিরোহিত হইল। রাজপক্ষের সৈন্ত উপস্থিত নাই অতএব প্রজাদের প্রতি অত্যাচার হইলে রক্ষার কোন উপায় লাই। প্রজাদের মনের ভাব যান্থাই হউক, তাহার কোন আপত্তি না করিয়া শত্রুপক্ষকে রসদ যোগাইত এবং তাহাঙ্গের আদেশ পালন করিত।