পাতা:প্রবাসী (অষ্টবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ২৮শ ভাগ, ১ম খণ্ড | 88• প্রবাসী-আষাঢ়, ১৩৩৫ বাধবে ? হা হা হা। হাসিতে হাসিতে তার চোখ निग्ना छल दांहिब्र इहेrडशिंग । ७क बन ननिक खेळेिब्र দেখিতে আসিল সেই বিরাট বপুটি হঠাৎ হাসিতে কেন ছলিয়া উঠিয়াছে। Peter এর হাসি থামিয়া গেল, সেও উঠিয়া দূরে সরিয়া গেল। পূর্ণচাদ আকাশের মাঝখানে উঠিয়াছে, মাঠ বন যেন জ্ঞাপনা হইতে মুম্বর ভাবে সকলকে সৌন্দর্ঘ্যের জালে বেড়িয়াছে, জ্যোৎস্না-প্লাবিত সেই মাঠ e বনের উৰ্দ্ধে চাহিতে চাহিতে অসীম আকাশের অনন্তু বিস্তারের মধ্যে যেন হারাইয়া যায়। Peter সেই রাত্রির আকাশে যেন ঝাঁপ দিয়াছে, ঐ সবই ত আমি, আমার মধ্যেই ত সবাই রহিয়াছে, আমি ত এই সবার অঙ্গ । এই আমাকে ধরিবে ? গারদে বন্দী করিবে ? হাসিয়৷ সে তার সঙ্গীদের পাশে শুইল।” 概 এমনি হাসি হাসিয়া আমিও জীবন-স্রোত বাহিয়৷ ধাত্র করিলাম। সেই টানেলের ঘটনায় পর দিন হইতে कठ बांब्र त्रयन कठ अककांब्र छब्रांवह शूद्रत्र गांशप्न পড়িয়াছে, রাত্ৰি যেন আর শেষ হয় না, ভেড়ার পালের মত কত সহযাত্রী ভয়াৰ্ত্ত মানুষের সঙ্গে দিন কাটাইয়াছি। তাদের ঘৰ্ম্ম ও ক্লেদ, তাদের শরীরের অশ্রাস্ত কম্পন আমার' সৰ্ব্বাঙ্গ দিয়া অনুভব করিয়াছি ; তাদের সঙ্গে সঙ্গে কাপিয়াছি-পরম্পর বিরোধী সে কত আশা আকাঙ্ক্ষা তৃষ্ণ বিতৃষ্ণা ভয় ক্রোধ বেদন । কিন্তু সেই সঙ্গে এটিও অমুভব করি আমি ঐ আলোক-প্লাবিত আকাশ ও অরণ্যাণী—থাকিয়া থাকি: পাণী আকাশের দিকে শাস্তির রাজ্যে উঠিতেছে ” [ অপ্রকাশিত মূল ফরাসী হইতে অধ্যাপক কালিদাস নাগ কর্তৃক অনুবাদিত । লেখক মহাশয় ইহা কেবল বাংলা ভাষায় অনুবাদ করিবার অনুমতি দিয়াছেন। অষ্ট্য কোন ভাষায় ইহার অনুবাদ निष्क्रि-sय: म: ] বাণিজ্য-সহায় চিত্রশিপ ঐ জ্ঞানেন্দ্রমোহন দাস ভারতীর চিত্রকলার এই নবজাগরণের যুগে প্রতীচ্য শিল্পতরুর একটি কলমের চারী কিছুকাল হইল প্রাচ্যের উর্ধ্বরক্ষেত্রে বসান হইয়াছে। উদ্যানপাল কলিকাতা শিল্পবিদ্যাপীঠের অধ্যক্ষ পাস ব্রাট্রন সাহেব ; এই বিলাতী চারা গাছটির নাম কমার্শাল আর্ট অর্থাৎ বিজ্ঞাপনী চিত্রশিল্প। এই শিল্পের সহিত প্রাচ্যের পরিচয় অতি অল্প দিনের। किङ अब्रनिtनब्र भtशाहे वांभियाखशं८ठ हेश ७भनडांप्त আত্মপ্রকাশ করিয়াছে যে, ইহাকে বাদ দিয়া কোন ব্যবসায়ই চলিতেছে না। তাহার কারণ, ইহা বাণিজ্যের প্রগরিবদ্ধক এবং বিজ্ঞাপিত পণ্যের প্রতি আবিস্মরণীয়ভাবে জনসাধারণের দৃষ্টি আকর্ষক। এই শিল্প কতদূর অর্থকরী, বাণিজ্যের সহিত ইহার সম্বন্ধ কি, তাহা প্রাচ্যের ব্যবসায়ী সম্প্রদায় প্রতীচ্যের সংশ্রবে আসিয়া অবগত ও তদীয় পন্থায়ুসরণরত হইলেও সাধারণের নিকট তাহার বিশেষত্ব ও প্রয়োজন-স্বতন্ত্রত একপ্রকার অজ্ঞাতই আছে। যদিও বহু পূৰ্ব্ব হইতেই বিজ্ঞাপনের প্রতীকস্বরূপ চিত্রের ব্যবহার জৰ্ম্মণী, ইতালী ও এামেরিকায় সম্প্রসারিত হইয়াছিল, তথাপি দৈনিক ও সাময়িক পত্রাদিতে বিজ্ঞাপন দিবার প্রথা ও প্রাচীরচিত্রাঙ্কণরীতি পাচশ ত্রিশ বৎসর মাত্র হইল ७धदर्डिङ झ्झेब्रांtछ् ; ७द१ श्रांब्र७ जब्रनिन इहेण ६१शপশ্চিমে ইহা বাণিজ্যের অদ্বিতীয় সহায়ম্বরূপ অতিপ্রয়োজনীয় শিল্পকলা বলিয়া ইহার সন্ধান মিলিয়াছে। তথায় প্রত্যেক বড় বড় শ্রমশিল্প বাণিজ্যাগারে বিজ্ঞাপনী ও পরিকল্পনা-বিভাগসমূহ অপরিহার্য হইয়া বাণিজ্যের সহিত কারুকলা ও চারুকলার অপূৰ্ব্ব অবিচ্ছেদ্য মিলনসাধন করিয়াছে। ইহা তথায় একটি উচ্চশ্রেণীর অর্থকরী পেশা বলিয়া প্রতিপন্ন হইয়াছে এবং রাজপথ-পাশ্বের সৌধপ্রাচীরাদি প্রকাগুস্থলে লাগাইবার মত বিজ্ঞাপনী-চিত্রের পরিকল্পনা, পণ্যতালিকা, সচিত্রকরণ, সমাচারপত্রাদির জন্ত বিজ্ঞাপনী চিত্রাঙ্কণ ও গ্রন্থ সচিত্রণ প্রভৃতি তাঙ্গার জsছুক্ত