পাতা:প্রবাসী (অষ্টবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বাধীন মানুষ— উপেন্দ্রনাথ বঙ্গ্যোপাধ্যায়। প্রকাশক, স্বাধী সাহিত্যভবন, কলেজ ষ্ট্রটু মার্কেট, কলিকাতা । দাম পাচলিক । স্বাধীনতার ডাক র্যাহাদের মন ও প্রাণকে চিরদিনের মত ঘর ছাড়া করিয়াছে, লেখক তাহীদেরই একজন। বিজলী ও “জাস্ত্রশক্তিতে যখন চারদিককার লক্ষ্যহারা ক্ষিপ্ততাকে তিনি আল্পসমাহিত পূর্ণ স্বাধীনতার ও পরিপূর্ণ মনুষ্ঠত্বের সাধনায় উদ্বুদ্ধ করিতে চাহিয়াছিলেন, তখনকার সাময়িক রুচিতে তাহু ঠিক উপাদেয় ঠেকে নাই —েঠাহার অন্তরের সত্য ও নিজ জীবনের কঠিন অভিজ্ঞতাকে অবষ্ঠ বাঙলা দেশ অবজ্ঞাও করিতে পারে নাই। মত্ততার পরিণাম অবস্থ্যম্ভাবী অবসাদে-দেশের রাষ্ট্রীয় জীবনে আজ তাহাই প্রকট, আর দেশের রাষ্ট্রবীরদের দাপটে অবসন্ন দেশকে তেমনি কোন কড়া নেশায় ‘মাতাইবার চেষ্টাই আজও স্পষ্ট। লেখক এই পাঁচ ছয় বৎসরের স্রোতে কোথায় গিয়া পৌঁছিয়াছেন জানি না ; কিন্তু, তাহার ১৩২৮ ও ১৩২৯এর কথা এই পাচ ছয় বৎসর পরেও দেশকে শুনাইবার দরকার আছে,-ইহা আমাদের দৃঢ় বিশ্বাস। দেশ ইহা মৰ্ম্ম দিয়া গ্রহণ করুক, ইহাই আমাদের কামনা । কিন্তু, এই সংযত সাহস, স্বাধীন চিন্তা, দৃঢ়চিত্তত, তীব্র বিক্রপ ও সমাহিত শক্তির পরিচয় কি আমরা আজ আর লেখকের নিকট আশা করিতে পারি না ? ছাপা ও বাধাইর জন্ত প্রকাশকগণ যথেষ্ট সাধুবাদ পাইতে পারেন । - -खाँग्नश्वांछ মুক্তি-পথ—ঞ্জযুগেন্দ্রলাল মিত্র। প্রকাশক এ ঘোষ, ৩৬ রোল্যাণ্ড রোড, কলিকাতা । দুই টাকা । উপস্তাসের ছলে দেশহিতমূলক আলোচনা। লেখক মহাশয় ভূমিকায় যাহা বলিয়াছেন তাহাই উtহার পুস্তকের কেন্দ্রগত কথা। তিনি বলিয়াছেন—“...পল্পী-সংগঠনের যে ক্ষীণ চেষ্টা অধুনা দৃষ্ট হইতেছে, সেই চেষ্টা সাফল্য-মণ্ডিত হইলে...দেশের প্রকৃত মঙ্গল मोषिङ इझेप्य । ब्रांछरेबलिक ज्रांप्ग्लांशन जांभब्र शङई कब्रि नां কেন যতদিন না আমরা এই বিপুল জনসজোর মধ্যে শিক্ষা প্রচার করিয়া, সমাজের কুনীতি ও কুরীতি দূর করিয়া, তাহদের গ্রাসাচ্ছদনের ব্যবস্থা করিতে পারি, ততদিন পর্য্যস্ত অকাল আন্দোলনে ब्रtछtनठिक १भन शनशफेiध्झग्न कब्र बांभांटलद्र १८क विफूश्वनी भांज । ...দেশোদ্ধারের বীজ ঐ পল্লীসংস্কারের মাটীতেই মহাক্রমে পরিণত হইবে। সেই কারণেই evolution জামাদের পক্ষে প্রশস্ত পথ, revolution of " ॐइकॉtब्रङ्ग छैख् छांनशर्ड कथांश्वलेि शांभब्रॉ जर्विांरु:कब्रt१ অমুমোদন করি। আমাদের মতে তিনি দেশমুক্তির গোড়ার কথা ধরিতে পারিয়াছেন। উহার এই মতামতের পোষকের সংখ্যা cनध्ष षष्ठ वांछूिटर ऊङ३ cनएलब Gब्रउि निकफेबउँौं इश्रद । षांश হউক, এইসব মতামতের ব্যাখান স্বরূপ তিনি এই উপস্তাস লিপিয়াছেন। উপন্যাস হিসাবে পুস্তকটি সফল হয় নাই। তবে, हिनाएष नूखकः भूलादांन श्रेग्रांप्इ । tశ్చిఱశి রামধন্থ-প্ৰী যতীন্দ্রপ্রসাদ ভট্টাচাৰ্য্য। গৌরীপুর, ময়মনসিংহ। এক টাকা । কবি যতীন্দ্রপ্রসাদ ঠিক গতানুগতিক কবি নন। তাহার স্বাতন্ত্র্য বিশেষ করিয়া চোখে পড়ে। তাহার প্রধান বিশেষত্ব-বিবিধ ছলে তিনি নিপুণ। নানাবিধ সংস্কৃত ছন্দকে তিনি অনায়াসে স্বকৌশলে বাংলা কবিতায় গ্রথিত করিয়াছেন। তাহার এই নিপুণতা পরলোকগত সত্যেন্ত্রনাথের কথা স্মরণ করাইয়া দেয়। সংস্কৃত লঘু ও গুরু ছন্দকে লঘু ও গুরু বিষয়-ভেদে প্রয়োগ করিয়া যতীন্দ্রনাথ যথেষ্ট বাহাদুরী দেখাইয়াছেন । আলোচ্য কবিতাপুস্তকধানি পাঠ করিলে আর একটি বিশেষত্ব চোখে পড়ে। সেটি কবির অত্যন্ত সরল। অত্যন্ত ঋজু অভিব্যক্তি। অনেকগুলি কবিতায় এমন অনেক খুটি-নাটি ও ঘরোয় ঘটনার বিবৃতি আছে যাহা একটু ঘুরাইয়া-ফিরাইয়া বা একটু শোভামণ্ডিত করিয়া পরোক্ষ ভাবে বলিলেও চলিত, কিন্তু তাহা না করিয়া কবি অত্যন্ত খোলা প্রাণে অতিশয় অকপট ভাবে তাহা প্রকাশ করিয়াছেন। তাহার এই অভিব্যক্তির ঋজুতা স্থানে স্থানে অত্যন্ত প্রকট হইলেও তাঁহা অতিশয় নিৰ্ম্মল ও আনন্দদায়ক । যতীন্দ্রপ্রসাদ পল্লীপ্রাণ কবি। বাংলার গাছপাল, নদী, আকাশ, পশুপক্ষী প্রভৃতি তাহার বহু কবিতায় প্রচুর স্থান দখল করিয়া রহিয়াছে। ইহাতে পাঠকের মন স্নিগ্ধ ও পল্লীপ্রিয় করিয়া তুলে । মোটের উপর, কবিতাপুস্তকটি পড়িয়া আমরা অনিন্ম লাভ করিয়াছি। তবে কবির একটি ক্রটির ইঙ্গিত করিতেছি । এই কাব্যের ২৪টি কবিতা অত্যন্ত দীর্ঘত লাভ করিয়াছে, এবং সেদীর্ঘতা পাঠকের পক্ষে ক্লেশকর বলিয়া মনে হয় । সাহিত্যিক-সমাজে পুস্তকখানি আবৃত হুইবে, সন্দেহ নাই । পুস্তকখানির ছাপা ও বtধান আরও ভাল হওয়া উচিত ছিল। মহাত্ম। অশ্বিনীকুমার-স্ত্র শরৎকুমার রায় । চক্রবর্তীচাটাজাঁ এও কোং লিঃ, ১৫ কলেজ স্কোয়ার, কলিকাতা । দেড় টাকা । এই জীবনচরিতখানি অল্পকালের মধ্যে দ্বিতীয় সংস্করণ লাভ कब्रिल । उांशप्ऊहे श्रांब्र भूजा निकैंब्रिउ श्ब्रांप्इ । थांमब्र *ई इमङ्ग, दूरब्रफ्रेिऊ, शतिकृjख ७ शििबउ शृणकथांनिब्र यथभ সংস্করণ সম্বন্ধে যাহা বলিয়াছিলাম তাহারই পুনরাবৃত্তি স্বরূপ সংক্ষেপে এই বলিতে চাই যে, আমরা এই সারবান পুস্তকটির বহুল প্রচার কামনা করি। দ্বিতীয় সংস্করণে ইহাতে স্বচন, দুইটি নুতন অধ্যায় ও • খান নূতন ছবি সন্নিবেশিত হইয়া ইহার গৌরববৃদ্ধি করিয়াছে। প্রায় চারশত পৃষ্ঠার এই বৃহৎ পুস্তকের দেড় টাক মূল্য অতিশয় झुणछ रुजिएङ इईहरु । গ্রন্থকার মহাশয়ের বেছি ভারত, বুদ্ধের জীবন ও বাণী, শিখগুরু ও শিখ জাতি প্রভৃতি পুস্তক বাঙ্গালী পাঠক-সমাজে প্রচুর জাদর লাভ করিয়াছে। আলোচ্য পুস্তকখানিও সে বিষয়ে পশ্চাৎপদ হইবে না।