পাতা:প্রবাসী (অষ্টবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রবীন্দ্রনাথের প্রত্যাগমন ইহা সাতিশয় দুঃখের বিষয়, যে, রবীন্দ্রনাথ অমুস্থতা বশতঃ কোলোম্বো পৰ্য্যন্ত গিয়া ইউরোপ অভিমুখে আর যাইতে পারিলেন না। র্তাহার হিবাৰ্ট লেকচাস দেওয়া আপাততঃ স্থগিত রহিল । র্তাহার চিঠি হইতে জানিলাম, যে, যদি তাহাকে ফিরিবার পথে কোথাও বিশ্রাম করিতে না হয়, তাহা হইলে তিনি আগামী ২রা আষাঢ় কলিকাতা পৌছিবেন । তিনি ফিরিয়া আসিয়া দীর্ঘ বিশ্রাম করিয়া সুস্থ হইয়া উঠুন, অগণিত হৃদয় হইতে এই প্রার্থনা স্বতঃ উখিত হইবে। তাছার চিকিৎসকেরা বলিয়াছেন, স্থির হইয়া থাকা डिग्न ॐांशब अश्लांब अछ ठेष५ नाहे । ५ अवशांब्र প্তাহার পরিচিত ও অপরিচিত সকলে তাহাকে দীর্ঘকাল বাক্য ও কৰ্ম্ম হইতে, এবং তাহার উপর ছোট বড় সব ब्रकश मांरौ इहेछ निकृठि निरण उंशत्र यडि टीठि ও শ্রদ্ধা প্রদর্শিত হইবে, এবং তাহার স্বাস্থ্যের উন্নতি ও মানবের কল্যাণ হইবে ।

স্বরাজ ও বাংলা দেশে দুভিক্ষ

খাদ্যদ্রব্যের মহার্ঘ্যতা, খাদ্যদ্রব্যের দুপ্রাপ্যতা, অল্পকষ্ট, ইত্যাদি অনেক নাম দ্বারা ছুর্ভিক্ষের অস্তিত্ব ঢাকা দিবার ८कछे पञ८मक अभ८ग्न कब्र झग्न । ठांझांब्र चांद्र কিন্তু ফুর্ভিক্ষের প্রতিকার হয় না। ফুর্ভিক্ষের সময় খবরের কাগজে কাহারও কাহারও অনশনে মৃত্যুর সংবাদ বাহির হইলে সরকারী কৰ্ম্মচারীরা কখন কখন সেই সংবাদ মিথ্যা বলিয়া প্রমাণ করিবার জন্ত এইরূপ কিছু বলিয়া থাকেন, যে, লোকটি উদরাময়ে বা রক্তামাশয়ে মারা গিয়াছে, অনশনে নছে। কিন্তু তাহার পেটের পীড়ার কারণ অনুসন্ধান করিলে জানা যায়, যে, খাদ্যদ্রব্যের অভাবে মানুষটি ঘাসপাতা প্রভৃতি অখাদ্য থাইয়া রোগগ্ৰস্ত হইয়া মারা পড়িয়াছে। অনশন তাহার মৃত্যুর সাক্ষাৎ কারণ না হইলেও পরোক্ষ কারণ নিশ্চয়ই বটে, এবং সে যে মরিয়াছে, তাহাতেও কোন সন্দেহ নাই। সুতরাং খাদ্যাভাব ও মৃত্যু এই উভয়ের মধ্যে উদরাময়ের মধ্যবৰ্ত্তিত হইতে কোন সাম্বন লাভ করা যায় না। দুভিক্ষকে অন্নকষ্ট বা খাদ্যদ্রব্যের মহার্ঘ্যতা বলিলেও নিরন্ন লোকদের উদরপূৰ্ত্তি হয় না। এইজন্ত শান্ধিক সংগ্রামে সময়ের অপব্যয় না করিয়া, কেমন করিয়া ক্ষুধার্ত লোকদের দুঃখ নিবারিত হইতে পারে, সেই দিকে মনোযোগ দেওয়া অধিকতর প্রয়োজনীয় কাজ । ক্ষুধাৰ্ত্ত লোকদেয় দুঃখ নিবারণ দুই রকমের হইতে পারে ; সাময়িক ও অপেক্ষাকৃত স্থায়ী। দুর্ভিক্ষ হইলে চাঁদা তুলিয়া অভাবগ্রস্ত লোকদের অভাব দূর করিলে আপাততঃ তাহাদের ক্ষুধার নিবৃত্তি ও মৃত্যু নিবারিত হয়, কিন্তু পুনৰ্ব্বার দুর্ভিক্ষের আবির্ভাধ ও তজ্জনিত দুঃখ নিবারিত হয় না। দেশে অধিকতর শস্ত উৎপাদন ও রক্ষা, দেশে অধিকতর অন্তবিধ ধন উৎপাদন ও রক্ষা এবং সেই শস্ত ও অন্তবিধ ধনের সৰ্ব্বসাধারণের মধ্যে বর্তমান সময় অপেক্ষা অধিকতর স্তায়-সঙ্গত বণ্টন দুর্ভিক্ষ নিবারণের স্থায়ী উপায়। বেকার-সমস্তার সমাধানেও তজ্জন্ত মনোনিবেশ করিতে হইবে । এই সকল প্রশ্নের সমাধান কোন দেশেই এখনও সম্যকৃরূপে নিম্পন্ন হয় নাই। কিন্তু আমাদের দেশ ও পাশ্চাত্য বহুসংখ্যক দেশের মধ্যে একটা প্রভেদ শিক্ষিত লোকের জ্ঞাত আছেন। ভারতবর্ষে প্রতি বৎসরই কোথাও-না-কোথাও ফুর্ভিক্ষ হয়। কিন্তু ইংলও, বেলজিয়াম হল্যাও, ডেনমার্ক প্রভৃতি নানা দেশে কয়েক শতাব্দী शब्रिग्न झर्डिंग इब्र नहेि । हेरगt७ क्रथन कथन, झ प्रश्नं वरनग्न