পাতা:প্রবাসী (অষ্টবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

->8 প্রবাসী—আশ্বিন, ১৩৩৫ [ ২৮শ ভাগ, ১ম খণ্ড ബാ তারামূৰ্ত্তি (রত্নগিরি ) উদয়গিরিস্থিত বিশাল বজাসন বুদ্ধমূৰ্ত্তি আকারে আরও বৃহৎ । ইহার নাসিক এবং ভুজম্বয় ভগ্ন হওয়াতে মুখত্রর সম্যক পরিচয় পাওয়৷ ঘাইতেছে না, কিন্তু বদনমণ্ডল এখনও গাম্ভীৰ্য্যপূর্ণ। বিশাল উরঃস্থল এবং ক্ষীণ কটি দেহ-সৌষ্ঠবে একটি অপূৰ্ব্ব সৌন্দর্য সঞ্চার করিয়াছে। রত্নগিরিতেও অপেক্ষাকৃত ক্ষুদ্র একটি বজাসন বুদ্ধ-মুর্তি রহিয়াছে। কিন্তু তাহার মস্তকে উষ্ণীষের পরিবর্তে মুকুট । মস্তকের চতুর্দিকে দীপ্ত প্রভামণ্ডল। তদুপরি বোধি বৃক্ষজ্ঞাপক দুইটি শাখা দুইদিকে বিস্তৃত এবং পাদপীঠে কয়েকটি মাঙ্গল্য চিহ্ন খোদিত। মূৰ্ত্তির দুই পার্থে দুইটি গজসিংহ মুৰ্ত্তি রঙ্গিয়াচে, গল্পের উপরি সিংহ এবং । তদুপরি আসীন মনুষ্য-মূৰ্ত্তি। বৰ্ত্তমান উড়িষ্যায় এবং দক্ষিণভারতে মন্দিরগাত্রে ইহ। বহুল পরিমাণে দেখা যাইতেছে। কিন্তু সম্প্রতি চট্টগ্রাম জেলায় ঝেওয়ারী নামক স্থানে পালযুগের যে সকল পিত্তল অথবা ব্ৰঞ্জমূৰ্ত্তি আবিষ্কৃত হইয়াছে তন্মধ্যে একটি বজাগন বুদ্ধমূৰ্ত্তির পাদপীঠে গজসিংহ রহিয়াছে, এবং নালঙ্গেও এই চিহ্ন দেখা যাইতেছে। হিন্দু জগদ্ধাত্রী মূৰ্ত্তিতেও গজসিংহোপরি দেবী আসীনা। রত্নগিরির বিশেষত্ব কয়েকটি সুবিশাল বুদ্ধ মস্তক। একটি মাত্র মস্তকেরই উচ্চতা স্কন্ধদেশ হইতে উষ্ণীষ পৰ্য্যন্ত ৪৬ ইঞ্চি অর্থাৎ প্রায় চারি ফুট এবং চিবুক হইতে কেশাস্ত পৰ্য্যন্ত মুখের দৈর্ঘ্য প্রায় আড়াই ফুট। মস্তক কুঞ্চিত কেশ, উর্ণ এবং উষ্ণীষ শোভিত । পৰ্ব্বতের অপর এক স্থলে এক থও বৃহৎ ভগ্ন-পদ পড়িয়া রহিয়াছে, তদ্ব্যতীত এই বিশাল মস্তকের অনুরূপ অপর কোনও অঙ্গ দেখিতে পাই নাই। আর একটি এতদপেক্ষা ও বৃহত্তর রক্ত প্রস্তর নিৰ্ম্মিত সুন্দর মস্তক পৰ্ব্বতগাত্রে সোপান নিৰ্ম্মাণে ব্যবহৃত হইয়াছে। এই সকল অমূল্য শিল্প-সম্পদ রক্ষার শীঘ্রই ভৈরব মূৰ্ত্তি ( রত্নগিরি ) বিশেষ ব্যবস্থা ন হইলে কিয়ৎকাল পরে আর কিছুই থাকিবে না। বোধিসত্ত্ব মূৰ্ত্তি তিনটি পৰ্ব্বতেই বহুতর দেখিতে *ां७ब्र शांग्न । कङक ५५न७ म७ब्रभांन, किड़ जानक মূৰ্ত্তি ভূমিগুষ্টিত অথবা মুক্তিকা মধ্যে অৰ্দ্ধ প্রোথিত।