পাতা:প্রবাসী (অষ্টবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কুবের চক্রোপরি বিন্যস্ত। স্থই পাশ্বে ষোড়শটি স্বতন্ত্র স্বতন্ত্র চিত্র। ইহার আটটিতে অষ্ট মহাভয় অঙ্কিত এবং প্রত্যেকটির উপরিভাগে উপবিষ্ট তারামূৰ্ত্তি। এই চিত্রগুলির একটিতে ঝটিকাবৰ্ত্তে নিমগ্নপ্রায় এবং জলগ্ৰাহ কর্তৃক গ্রস্তপ্রায় নৌকার আরোহিগণ উর্দ্ধমুখে যুগ্মকরে আর্য্যাতারার নিকটে প্রার্থনা করিতেছে ; অপর চিত্রসমূহে সিংহ, অজগর, দম্য, রাক্ষস, অগ্নি প্রভৃতি দ্বারা আক্রান্ত আৰ্ত্ত উপাসক আৰ্য্যা তারার কৃপাভিক্ষা করিতেছে। সাধনমালার বর্ণনামুসারে ইহা আৰ্য্যাষ্ট্র মহাভয়তারিণী মূৰ্ত্তি। এই মূৰ্ত্তি আরও একটি রত্নগিরিতে আছে। তদ্ভিন্ন একটি অপুৰ্ব্ব সুন্দর উপবিষ্ট তারামূৰ্ত্তির মস্তকটি কে অল্পকিছু পূৰ্ব্বে ভাঙ্গিয় লইয়া গিয়াছে। এখনও গ্রীবাদেশে ক্ষতচিহ্ন মলিন হয় নাই। আমরা যাইবার দুই একদিন পূৰ্ব্বেই কে আবার ইহার কটিদেশ ভগ্ন করিয়া ফেলিয়াছে। অপর একটি উপবিষ্ট তারামূৰ্ত্তি এখন ও পূর্ণাবয়বে এ স্থানে রহিয়াছে । ললিভগিরিতে প্রত্যালীঢ়পদা একটি দেবীমূর্তি রহি অবলোকিতেশ্বর য়াছে। তাহার পদদ্বয়নিম্নে দুইটি দানবমূৰ্ত্তি । মস্তকোপরি এক মঞ্চারূঢ়া দেবী ছত্ৰধারণ করিয়া রহিয়াছে। দক্ষিণ কর ভাঙিয়া গিয়াছিল, অল্প কিছু দিন হইল ললিতগিরিরই একজন প্রস্তরশিল্পী পদ্মকোরকযুক্ত হস্ত বসাইরা দিয়াছে। কিন্তু দেবীর দেহভঙ্গীতে এবং শিরোপরিধৃত ছত্রে সাধনমালোক্ত অপরাজিতা মূৰ্ত্তির সাদৃপ্ত দেখিতে পাওয়া যায়। তদনুসারে দক্ষিণহস্তে চপেটদানের অভিনয় থাকিবার কথা এবং বাম কর “গৃহীতপাশতর্জনীকহদয়স্থ” হইবে ; এবং পদতলে গণপতিমূৰ্ত্তি অঙ্কিত থাকিবে। উদয়গিরিতেও কয়েকটি দেবীমূৰ্ত্তি আছে। কিন্তু নিকটবৰ্ত্তী শবরের চুণ-সিন্মুর-হরিদ্র মাথাইরা তাহাদিগের মূৰ্ত্তি বিশেষতঃ মুখমণ্ডল একবারে চাৰিয়া দিয়াছে চিনিতে পারা যায় না । ললিতাগরিতে মৈত্রের বোধিসত্বেরও একটি মূৰ্ত্তি ब्रश्ञिांtझ् । हेशंद्र अफ्राष्ट्रकूट टेशप्जtब्रव्र विप्नरु शिखु” অঙ্কিত রহিয়াছে এবং দক্ষিণ করে বর মুদ্র ও বাম করে পুষ্পিত নাগকেশরমণী—কিন্তু অপর দুইটি ভুল এ-মূৰ্ত্তিতে