পাতা:প্রবাসী (অষ্টবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ક્વક প্রবাসী—আশ্বিন ১৩৩৫ [ ২৮শ ভাগ, ১ম খণ্ড ঙাহার কিছু জাগুৰু হইলে আমাকে বলেন। আমি র্তাহার বাড়ী কাজে যাই। তোমার সেখানে কি কাজ ? এবার বাক্ট অন্ত মূৰ্ত্তি ধারণ করিল। ওবেদার সম্মুখে হাত নাড়িয়া ঝঙ্কার দিয়া বলিল,-তুই কেরে মাগী, আমাকে কোন কথা জিজ্ঞাসা করিবার? আমি কি করি, কার বাড়ী যাই তোর বাপের তাতে কি ? লোবান তোর কৈ হয় যে, তার বাড়ী তুষ্ট ছাড়া আর কেউ যাবে না? আর তোর অতিথিশালায় তুই কি করিস্ তাই বা কে छांटन পথের মাঝখানে কালো কেউটে সাপ যেন ফেসি করিয়া কণা তুলিয়া দাড়াইল। পথের মাঝখানে আঁচড়া-আঁচড়ি কিন্ঠ চুলোচুলি করিয়া মারামারি করিতে ওবেদার প্রবৃত্তি झट्टेल न । दाँडैीव्र जप्त्र ठिनि चैंछिंभ्रां छेळेिटङम दिनां তাহাতেও সন্দেহ। মুখে তিনি বলিলেন,—মুখ সামূলে কথা কও বলুচি। কিন্তু একটুখানি পিছাইলেন। বাক্ট দুই হাত বাড়াইয়া, আঙ্গুল বাকাইয়া বলিল,— আর একটু এগিয়ে আয় না, তোর মুখ সাজিয়ে দিই। আর একটু হইলেই হয়ত বাষ্ঠী ওবেদার মুখ নখ দিয়া খামচাইয়া দিত কিন্তু ওবেদা আর দাড়াইলেন না । তিনি চলিয়া যাইতেছেন দেখিয়া বাষ্টী উচ্চহাস্ত করিয়া কহিল,— এখন পালাচ্চিস্ কেন ? এবার যদি লোবানের বাড়ী তোকে দেখতে পাই তা হ’লে সেইখানে তোর মুখ ছিড়ে খুঁড়ে দেব বাষ্ঠী রাগে ফুলিতে ফুলিতে হন হন করিয়া লোবানের বাড়ী গেল। লোবান ঘরের ভিতর একা বসিয়া কি ভাবিতেছিলেন । বাষ্ঠী বানাৎ করিয়া দরজা খুলিয়া ঝড়ের মত ঘরে প্রবেশ করিয়া কহিল,—তোমার জন্ত আমাকে কি যে সে-অপমান করিবে ? বাষ্ঠীর এ রকম মূৰ্ত্তি লোবান ইতিপূৰ্ব্বে কখন দেখেন নাই। তাহার বেশ অসংযত, চক্ষু জলিতেছে, নাসারন্ধ, বিস্ফারিত, ওষ্ঠাধর কম্পিত হইতেছে, দীর্ঘ নিঃশ্বাসে বক্ষঃস্থল ফুলিয়া ফুলিয়া উঠিতেছে, হস্ত একবার করিয়া মুষ্টিবদ্ধ হইতেছে আবার মুষ্টিযুক্ত হইয়া প্রসারিত হইতেছে। লোবান সেই ক্রোধমূৰ্ত্তি দেখিয়া শঙ্কিত হইলেন, কহিলেন,-কি হইয়াছে, কে তোমার অপমান করিয়াছে ? —কে আবার ! সে মাগীর অতিথিশালায় তুমি ছিলে, যে তোমার কাছে সৰ্ব্বদা আসে । -ওবেদা ! সে তোমাকে অপমান করিবে কেন ? তোমাকে সেত চেনেও না, আর তার নিজের কাজকৰ্ম্ম अitष्ट्र ! —কাজের মধ্যে তোমার কাছে ছুটে ছুটে আসা। তোমার সঙ্গে কি সম্পর্ক যে যখন তখন তোমার কাছে আসে ? লোবানের স্মরণ হইল ওবেদ বাষ্ট্রীর কথা জিজ্ঞাসা করিয়াছিলেন। কিন্তু বাষ্ঠীর সঙ্গে তিনি মুখামুখী ঝগড়া করিতে যাইবেন কেন ? স্ত্রীলোকের মন কে বুঝিবে ? বাষ্ঠীকে বলিলেন,—কি হইয়াছে শুনি । সকল কথা না শুনিলে আমি কি বুঝিব ? —পথের মাঝখানে মাগী জিজ্ঞাসা করে কি না, কি মতলবে আমি তোমার বাড়ী আসি । আমি য়ে জন্তই আসি তাতে ও চোখখাগীর চোক টাটায় কেন ? লোবান সাস্ত্রনার স্বরে কহিলেন,=বোধ হয় তাহার রাগারগির ইচ্ছা ছিল না, অমনি জানিতে চাহিয়াছিল। —তাহা হইলে আমন করিয়া চোক পাকাইয়া কথা কহিত না । মাগী ভাবিয়াছিল তাহাকে আমি ভয় করিব ! এখানে আর একবার আমুক দেখি ! তোমার সঙ্গে ও মাগীর নিশ্চয় কিছু মতলব আছে। —হঁ্যা, ওর আবায় কি মতলব থাকিবে ? লোবান বাষ্টীর হাত ধরিয়৷ কাছে টানিলেন । তখন অভিমানে বাষ্টীর চক্ষে জল আসিল। বাষ্ঠীকে বুঝাইয়া সান্তন করিয়া লোবান কহিলেন,--এইবার যত শীঘ্র হয় আমরা এখান হইতে চলিয়া যাইব । যাইবার পূৰ্ব্বে আর একবার আরাভামার বাড়ী ভাল করিয়া খুজিতে হইবে, সে জহরত বাড়ীতেই কোথাও লুকাইয়া রাখিয়াছে। আমরা সন্ধান পাই নাই। 蝎 বাক্ট কহিল,-জারাতাম এখন বাড়ী নাই, এই বেলা রাত্রেচুপি চুপি আসিয়া তুমি খোজ কর না কেন ? কিন্তু তাহার পর আর এখানে থাকা হইতে পারে না, জামা