পাতা:প্রবাসী (ঊনত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্যা । ব্ৰজনাথের বিবাহ ›ፃ —তাই করে, কিন্তু সমস্ত তুমি দেখবে শুনবে, তোমার হাতে সব ছেড়ে দিয়ে আমি নিশ্চিম্ভ হতে চাই । —ষে আজে, তাই হবে । আমি আপনাকে আর একটা কথা বলতে এসেচি । —কি বলবে, বল । ব্ৰজনাথ সঙ্কোচের সহিত বলিল,—এই আমার বিয়ের कथं । - অমরনাথ কিছু বিস্থিত হইয়া ব্ৰজনাথের মুখের দিকে চাহিলেন। ছেলে হাজার বুদ্ধিমান হইলেও বাপের সাক্ষাতে নিজের বিবাহের কথা পাড়ে না। অমরনাথ কহিলেন,—তোমার বিয়ের সম্বন্ধ অনেক জায়গা থেকে আসূচে। ভাল পাত্রী পেলেই তোমার বিয়ে দেব। —আজে, সে কথা নয়। আমার বিয়ে হয়ে গিয়েচে সেই কথা বলতে এসেচি। -दल किं ? यांभब्रl cकछे किछू खांनिcन यांब्र তোমার বিয়ে হয়ে গেল ! এ কথার মানে কি ? ব্ৰজনাথ ধীরে ধীরে সকল কথা বলিল। সকল কথা নয়, কেন-না বিবাহের রাত্রে বরদাকাস্তের রূঢ় ব্যবহার, বাসর-ঘর হইতে ব্ৰজনাথের রাতারাতি পলায়ন, এ সকল कष कांशिळाड झ्हेल । অমরনাথ ত জৰাক্‌ ! কহিলেম, এ যে ঠিক রূপকথার মত শুনতে। কোথাও কিছু নেই, নৌকা থেকে তোমাকে ডেকে নিয়ে গিয়ে তোমার বিয়ে দিয়ে দিলে ? —তা না হলে কস্তার বাপের জাত যায়। যে পাত্রের সঙ্গে বিয়ে স্থির হয়েছিল সে আসতে পারেনি। —কেন ? —ঠিক জানিনে, বোধ হয় হঠাৎ কোনো শক্ত ব্যারাম श्रध्न थांकृएव । —কোনো গরিব-দুঃখীর মেয়ে হবে বুৰি ? —আজ্ঞে না, তারা বেশ ধনী, খুব বড় চকমিলানো বাড়ী। —মেয়ের বাপের কি নাম বললে ? -दब्रानीकांस्छ cषांश्च । —কই, নাম শুনেচি বলে’ ত মনে পড়চে না । গায়ের नांभ कि ? -ऊर्थन चांषि बांन्ङाभ न, उांद्र शब्र ८थएनक्रेि সোমড়া । —সোমড়া ত বেশ বড় গ্রাম। কিন্তু এ কথা তুমি এতদিন বলনি কেন ? —আমাকে এসেই হিজলী যেতে হ’ল আর এতদিন আমি গ্রামের নাম জানতাম না। —কখন জানলে ? —এইমাত্র জেনে এসেচি। হরেরাম সর্দারকে খোজ নিতে বলে গিয়েছিলাম, যে পুরুত ৰিয়ের সময় উপস্থিত ছিল তার কাছে সে সব জেনেচে । অমরনাথ ভাবিতে লাগিলেন। ব্ৰজনাথ কোন মতলৰ আঁটিয়া থাকিবে নহিলে গোপনে লোক লাগাইয়া এত সদ্ধান লইতে যাইবে কেন ? বিবেচনা করিয়া অমরনাথ জিজ্ঞাসা করিলেন,—তোমার মাকে বলেচ ? —আজ্ঞে না, তিনি রাগের মাথায় কি বলে : ৯ ভেবে তাকে বলিনি। আপনি তাকে বুঝিয়ে বল ... : অমরনাথ বুঝিলেন যে, বিবাহ যেমন করিয়া থাকুক সহজে সে কথা নড়চড় হুইবে না। ব্ৰজনাখে, , ভাব জানিবার জন্য বলিলেন,—তুমি যেন কথাটা : রেখেছিলে, কিন্তু মেয়ের বাপণ্ড ত আমাদের কোন i; } পাঠায়নি। - —র্তারা হয়ত আমার অপেক্ষা কবৃচেন, জা: ইঞ্জি কোনো কথা স্বীকার না করি তা হলে তাদের ; ; , , झांबि थां८क नां । -cमहे उ छांण क५ ! ७मन उरबा विtा छूfः श३ বা স্বীকার করলে f কেউ কিছু জানে না, জ. :আহলাদ কিছু হল না, চুপি চুপি এ বিয়ে কি রকম । —ধাই হোক, আমি আর বিয়ে করব না। ব্ৰজনাথ এই বলিয়া উঠিয়া গেল। অমরনাথ মহা ভাবনায় পড়িলেন। ব্ৰজনাথের সঙ্কল্প যে টলিবে না তাহা তিনি বুঝিতে পারিলেন, অথচ তাহার অদ্ভুত বিবাহের কথা কেমন করিয়া প্রকাশ করা যায়, ব্ৰহ্মনাথের মাতাকে কেমন করিয়া বুঝানো যায়, পুত্রবধূকেই বা কেমন করিয়া ঘরে জানা যায়, এই রকম নানা চিন্ত উপস্থিত হইল। গৃহিণীকে কোনো কথা বলিরার পূর্বে অমরনাথ