পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

×ს• প্রবাসী—কাৰ্ত্তিক, > OObe [es* छांग, २घ्न थ७ অগ্রসর হইতেছিল, কিন্তু রামগুপ্তের পতন দেখিয়া সে মাধবসেনার গৃহের অলিদের অন্ধকারে লুকাইল। ध्ठ७४ चमृथा इहेरण, ब्रायस४ शौtब्र शैौ८ब्र प्लेटैिब्रा দাড়াইল । তখন রুচিপতি জাসিয়া তাহার অঙ্গের ধূলা ৰাড়িয়া দিল। রুদ্রভূতি নিজের অনুচরদের সঙ্গে প্রস্থান করিলেন। রুচিপতি বলিয়া উঠিল, "চল বাবা রামচন্দ্র, এ পাড়ায় আজ আর স্থবিধা হবে না। বুড়ে বেটাকে দেখলে আমার গায়ে জর আসে। পাটলিপুত্র নগরে ফুৰ্ত্তির অভাব কি ?” দ্বিতীয় পরিচ্ছেদ সমুদ্র-গৃহ উজ্জল কৃষ্ণপ্রস্তর নিৰ্ম্মিত সভামণ্ডপের নাম সমুদ্রগৃহ । সমুদ্রগুপ্ত নিৰ্ম্মিত সভাকুটিমের একপার্থে শুভ্র মশ্বর নিৰ্ম্মিত বিস্তীর্ণ বেদী, তাহার উপরে স্ববর্ণনিৰ্ম্মিত মণিমুক্তাখচিত বৃহৎ সিংহাসন। বেদীর নিম্নে অসংখ্য চন্দন এবং বহুমূল্য কাষ্ঠনিৰ্ম্মিত, হস্তীদস্তখচিত সুখাসন। বিশাল সভামণ্ডপ প্রায় জনশূন্ত, চারিদিকে সমস্ত দ্বার রুদ্ধ, প্রতি দ্বারের বাহিরে সশস্ত্র প্রতীহার ও ভিতরে মূক বধির অন্তঃপাল । মহারাজাধিরাজ সমুদ্রগুপ্ত গোপন পরামর্শের জন্ত সাম্রাজ্যের মহানায়কদিগকে আহবান করিয়াছেন । ভারতবিজয়ী সমুদ্রগুপ্ত এখন বৃদ্ধ ও রুগ্ন, তিনি সিংহাসনে অৰ্দ্ধশয়ান। বেদীর নিয়ে স্থখাসনে বৃদ্ধ মহানায়কগণ উপবিষ্ট । র্তাহাদিগের মধ্যে প্রধান মন্ত্রী বা মহামাতা রৰিগুপ্ত, প্রধান সেনাপতি বা মহাবগাধিকৃত দেবগুপ্ত, ७थक्षांन दिछांब्र°डि बां भक्षांन७नांब्रक ब्रणशब्र, ब्रांछत्रবিভাগের মন্ত্রী বা মহাসচিব বিশ্বরূপ শৰ্মা, রাষ্ট্রীয়বিভাগের মন্ত্রী বা মহালন্ধিবিগ্রাহিক হৱিযেন, মহাপ্ৰতীহার ক্লাভূক্তি, সম্রাটকে বেষ্টন করিয়া আছেন। चटनचाङ्कङ चब्रवब्रक भशांनाब्ररूशं* हैश८मब्र शृकाप्ड উপৰিষ্ট । সমুদ্রগুপ্ত হরিষেনকে বলিতেছিলেন, “हब्रिएशन, धे यूरवा चख बाप्लक, चांभांब्र७ जका झ८ब्र ७ण । थउिनि बजशैत्र हाँक्रि, ७कहो८७ गंक्रफुक्ष्क्छ তুলতে পারি না, ঘোড়ায় চড়তে গেলে ভয় হয়। ७षन७ भधूबांब नक अबण । cगहे छछ cडांभांप्नब्र জাহান করেছি।” বিশ্বরূপ বলিলেন, “বহুযুদ্ধ করেছেন সম্রাট, এখন মহাযুদ্ধের সমর আসছে। আমিও দীর্ঘকাল রাজসেবা করেছি, এখন ক্রমশ অচল হয়ে পড়ছি।” দেব—“মহারাজ, আমিও বুঝতে পারছি যে, রাজকাৰ্য্য আমাদের দিয়ে আর চলবে না। সাম্রাজ্যের মন্ত্রণাগারে কৃষ্ণকেশ যুবার প্রয়োজন।" রবি—“সে প্রয়োজনটা আমি ক'দিন ধরেই বিলক্ষণ चश्ञ्जद कबूझि ।” সমুদ্ৰ—“কেন রবিগুপ্ত " ब्रवि-**श्वशंब्रांख, ७झे उच८कश्च निधनब्र ८दलांब्र শৌণ্ডিক বীথিতে শোভা পায় না, এই দণ্ডহীন মুখ প্রমোদভবনের অলিন্দে দেখাতে লজ্জা বোধ হয় বলে—” সমুদ্ৰ—“কার কথা বলছ, রবিগুপ্ত ?” রৰি—“ষে মস্তক কেবল আধ্যপট্রের সম্মুখে নত হয়, তা সহজে—” রবিগুপ্তের কথা শেষ হইবার পূৰ্ব্বে পট্টমহাদেবী দত্তদেবী ছত্রধারিণী, ছুই জন চামরধারিণী ও তামূলধারিণী দাসীর সহিত সমুদ্র-গৃহে প্রবেশ করিলেন, সকলে উঠিয়া দাড়াইলেন। দত্তদেবী বেদী বা আধ্যপটের নিম্নে সম্রাটকে প্রণাম করিয়া সিংহাসনে উঠিয়া বসিলেন। রৰিগুপ্ত পুনরায় আরম্ভ করিবার পূৰ্ব্বে দত্তদেবী বলিয়া উঠিলেন, “সে মস্তক দাসীপুত্রের চরণতলে নত হয় না বলে, কেমন রবিগুপ্ত " বিস্মিত হইয়া বৃদ্ধ সম্রাট বলিয়া উঠিলেন, "পট্টমহাদেবীর মুখে এ কি কথা ?” তখন হরিষেন কহিলেন, “কিন্তু সত্য কথ। মহারাজাধিরাজ, মহাকুমার রামগুপ্তের অত্যাচারে পাটলিপুত্রবাসী জর্জরিত।” এই সময় টলিতে টলিতে প্ৰতীহার ও দণ্ডধরদের बांक्षां मां भानिञ्च ब्रांभ७५ गयूज-शृंzश्ब्र भ८षा थदबन्नं করিল। তাহাৰে দেখিয়া বৃদ্ধ সমুদ্রগুপ্ত, অভ্যন্ত ৰিস্থিত হইয়া, বেগে উঠিয়া বসিয়া জিজ্ঞাসা করিলেন, “তুমি কি চাও? এখানে কেন ?”