পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্যা । রেড ইণ্ডিয়ানদের দেশে SRసె SAAAAAA AAAA S AAAAA AAAA AAAA SAAAAA AAAAAS SSAAAASA SAAAAA SAAAAAMMAMAAAS AAAAA AAAA AAASS এপ্রিল ইহারা মার্কিন যুক্তরাষ্ট্রের সহিত সন্ধি স্থাপন করে । এই সন্ধির সর্বাচ্চুযায়ী কলোরেডে প্রদেশে ৪৮৩,৭t • একার পরিমাণ জমি ইহাদের বাসের জন্ত নির্দিষ্ট হয় । এতদ্ব্যতীত ইহারা মার্কিন সরকারের নিকট হইতে খোরাক-পোষাকও পাইয়া থাকে । এই সন্ধির পর হইতে উইমীহ্লচ ইউটদের দৈনন্দিন জীবনে অনেক পরিবর্তন আসিয়াছে। লুটতরাজ বন্ধ করিয়া ও মাথার ছাল ছাড়ানো প্রভৃতি হিংস্র প্রথা বজ্জন করিয়া ইহার এখন শাস্তিপূর্ণ জীবন যাপন করিতেছে। এখন কেবল ইহাদের বিচিত্র নৃত্য ও উৎসবগুলি ইঙ্গাদের প্রাচীন গৌরবের কথা স্মরণ করাইয়া দেয় । এই সকল ব্যাপারে ইহাদের প্রচুর উৎসাহও আছে। তথাপি এই শাস্তিপূর্ণ জীবন, বাধ্যতামূলক আলস্য ও দুই সপ্তাহ অন্তর বিনাশ্রমে প্রাপ্ত গভর্ণমেণ্টের খয়রাতী আহায্যে ইহাদের দৈহিক অবনতি ঘটিতেছে। এতদ্ব্যতীত আধুনিক সভ্যতার সহিত সংশ্রবের কুফল স্বরূপ ইহাদের মধ্যে যক্ষ্ম ও অষ্ট্যান্য সংক্রামক ব্যাধি প্রবেশ করিয়াছে । এই সব কারণে ইহাদের লোকসংখ্যা অত্যন্ত কমিয়া গিয়াছে ; এবং সম্প্রতি যুক্তরাষ্ট্রের গভর্ণমেণ্ট ইউট ও অন্যান্য আদিম জাতিদের সম্বন্ধে অপেক্ষাকৃত উদারনীতি অবলম্বন মা করিলে ফল বড়ই শোচনীয় হইত। আদিম জাতিদের অধূষিত দেশভাগে যে সকল রেড ইণ্ডিয়ান বাস করে তাহাদের শাসনকাৰ্য্য পূৰ্ব্বে একজন চীফ কমিশনারের অধীনে একটি স্বতন্ত্ৰ ইণ্ডিয়ান কৰ্ম্ম বিভাগ (ব্যুরে অব ইণ্ডিয়ান এফেয়াস) কর্তৃক পরিচালিত হইত। এই বিভাগের কার্ধ্যে নানা দুৰ্নীতির প্রচলন ছিল ও সময় সময় রেড ইণ্ডিয়ানদের উপর নিষ্ঠুর অত্যাচারও অনুষ্ঠিত হইত। ইহার সংশোধনাৰ্থে মার্কিন নৃতত্ত্ববিদগণ ষে আন্দোলন করেন তাহার ফলে গভর্ণমেণ্ট রেড ইণ্ডিয়ানদের স্বশাসনের জন্ত দশ জন সদস্য লইয়া একটি বোর্ড গঠন করেন। এই বোর্ড পূৰ্ব্বোক্ত শাসন বিভাগের সহিত সহযোগিতায় কাজ করেন । কেবল মাত্র সন্ত্রান্ত ও আদর্শ চরিত্রের লোকেরাই এই বোর্ডের সভ্য নিযুক্ত হইতে পারেন। › ዓ সদস্য নিয়োগ সম্বন্ধে এরূপ বিশেষ ব্যবস্থার উদ্দেশ্য এই যে, সদস্যেরা উচ্চবংশজাত ও সাধু চরিত্রের লোক না হইলে নিভীকভাবে শাসন-কার্য্যের দেব-ক্ৰটি সমালোচনা করিতে পরিবেন না । হাভার্ড বিশ্ববিদ্যালয়ের ভূতপূৰ্ব্ব অধ্যক্ষ পরলোকগত ডাঃ ইলিয়ট এক সময় এই বোর্ডের অন্ততম সদস্ত ছিলেন । এক্ট বোড থষ্ট হওয়াতে রেড় ইউটু ইণ্ডিয়ান ইণ্ডিয়ান জাতির বিশেষ লাভবান হইয়াছে । তাহাদের উপর স্বার্থীন্ধ ব্যক্তিদিগের দ্বার অন্তায় উৎপীড়নের পথ সমস্তই বন্ধ হইয়াছে। বোর্ডের চেষ্টার ফলেঙ্গ যুক্তরাষ্ট্রের গভর্ণমেণ্ট রিজার্ভেসনসমূহে বাধিক ৪- লক্ষ ডলার ব্যয়ে রেড ইণ্ডিয়ান বালকবালিকাদের জন্ত নানা শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করিয়াছেন । এষ্ট সকল প্রতিষ্ঠানে ছেলেমেয়ের মোটামুটি রকম লেখাপড়। শিখিতে পারে। তদ্ব্যতীত তাহাদের প্রতিভা ও পারিপাশ্বিক অবস্থানুযায়ী শিল্পকার্য্যও শিক্ষা দেওয়া হয় । রেঙ ইণ্ডিয়ানরা প্রথমে কতকটা সন্দিগ্ধ হইলে ও ক্রমশঃই এই সকল প্রতিষ্ঠানের উপধোগিতা বুঝিতে পারিতেছে । উইনীমুচরা যাযাবর জাতি। ইহার ঘর বাধিয়া গুচস্থালী করে না, ইহাদের বাসের জন্ত কোন স্থায়ী গ্রামও নাই । ছোট ছোট দল বাধিয়া ইহার এক স্থান হইতে অন্তস্থানে ঘুরিয়া বেড়ায় । ইহাদের বাসের জন্য যে জমিটুকু নিদিষ্ট হইয়াছে তাহারই চতুঃসীমানার মধ্যে বন্ধ থাকিয়৷ ইহারা সন্তুষ্ট নহে। অমুর্বর প্রদেশে বাস