পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SNరిe করার ফলে এবং অপরাপর ইণ্ডিয়ান জাতির সংস্পর্শে ইতাদের কৃষ্টির মধ্যে এমন কতকগুলি বিশেষত্ব দেখা ধায়, যাহ থাটি সমতলবাসী ইণ্ডিয়ানদের মধ্যে নাই । তথাপি ইহারা আজিও যাযাবর জাতির স্বেচ্ছাম্রমণের অভ্যাসটি সংযত করিতে পারে নাই। অন্ত সমতলবাসী ইণ্ডিয়ানদের ন্যায় উইমানুচরাও টিপি বা একপ্রকার ত্রিকোণাকারের তাবু ব্যবহার করে । কিন্তু নবাহো প্রভৃতি আথাবাস্কাউ জাতির সংশ্রবে আসিয়া ইহার ব্রাশ, ম্যাট প্রভৃতি তৃণনিৰ্ম্মিত কুটিরের ব্যবহার শিখিতেছে। দক্ষিণ-পশ্চিম প্রদেশে বাইসন তেমন প্রচুর পরিমাণে পাওয়া যায় না, স্বতরাং বাইসন-এর মাংস ছাড়াও ইহার হরিণ ও অন্যান্য ছোট জীবজন্তু শিকার করিয়া আহায্য সংস্থান করে। অন্যান্ত সমতলবাসী ইণ্ডিয়ান জাতিদের মতই ইহারা অশ্বারোহণে সুপটু ও পৃথিবীর শ্ৰেষ্ঠ অশ্বারোহী জাতিদের অন্যতম। ছেলে বুড়া, স্ত্রীপুরুষ সকলেই এ কার্ধ্যে অত্যন্ত পারদর্শী। এমন কি, ইহাদের ছোট ছোট ছেলেমেয়েরাও নির্দোষ আমোদ স্বরূপে জিন, রেকাব প্রভৃতি না লইয়া ঘোড়দৌড় খেলে ও অশ্বপৃষ্ঠে নানাবিধ দুঃসাহসের পরিচয় দেয় । অশ্বপৃষ্ঠেই ইহার দল বাধিয়া একস্থান হইতে অন্তস্থানে যায় ; জিনিষপত্রও ঘোড়াতেই বহিয়া লইয়া যায়। পাইলকে সঙ্গে লইয়। আমি ইউট পৰ্ব্বত উইমীনুচদের প্রধান প্রধান আডডাগুলি পরিদর্শন করিলাম। ইহাদের বয়স্ক নরনারীদের নিকট হইতে উইনীচের ধৰ্ম্ম ও সমাজ-সংক্রাস্ত প্রচলিত রীতিনীতির সম্বন্ধে নানা তথ্য সংগ্রহ করা গেল । উইমীনূচদের আড্ডাগুলি পরস্পর হইতে অনেক দূরে দূরে অবস্থিত। সাধারণতঃ ছোট ছোট পাহাড়ী নদী কিংবা ঝর্ণার ধারেই ইহারা শিবির স্থাপন করে । পাৰ্ব্বত্য অঞ্চলে অশ্বারোহণে ভ্ৰমণ করিতে বিপদের সম্ভাবনা থাকিলেও ইউটদের ট্রেল বা চলার প্রবাসী—কাৰ্ত্তিক, ১৩৩৮ ৩১শ ভাগ, ২য় খণ্ড পথগুলি অপেক্ষাকৃত নিরাপদ ৷ সদাসৰ্ব্বদা অশ্বারোহণের অভ্যাস না থাকিলে সারাদিনের ভ্রমণে শরীরে বেদনা হয়। আমি ও পাইল অতি প্রত্যুষে উঠিয় ইউটদের আডডায় চলিয়া যাইতাম ; দিনের কাজ সারিয়া টোবোজাক-এ ফিরিতে সন্ধ্যা হইয়া যাইত । আহারাদি বিষয়ে ইউটদের আতিথেয়তার উপর নির্ভর করা চলিত না, তাহাদের খাদ্যও আমাদের গলাধঃকরণ করা দুঃসাধ্য ছিল। এইজন্য আমরা নিজেদের সঙ্গেই ঝুরি করিয়া দুপুরের খাবার লইয়া যাইতাম। পাহাড়ের মধ্যে নানাস্থানে পরিষ্কার ঝরণার জলের অভাব নাই । ষ্টউট পাহাড়গুলি সাধারণতঃ ৫,০০০ হইতে ৬,০০০ ফিট উচ্চ ও পাইন, কচ্চ, স্পস, এবং ওক বুক্ষের নিবিড় অরণ্যে অfচ্ছন্ন । মাঝে মাঝে দু-একটা ভালুক, নেকড়ে ও হরিণও দেখা যায়। ইউটরা সচরাচর ঝরণার ধারে, ছায়ার মধ্যে শিবিরস্থাপন করে । আহার্ষ্য দুষ্পাপ্য বলিয়া এক একটি আড্ডায় বেশী লোকের সমাবেশ হয় না । শীতের দিনে টিপি বা তাবু ব্যবহার চলে, কিন্তু গ্রীষ্মকালে বাসের জন্য তৃণপল্লব দিয়া ছাউনি প্রস্তুত করা হয় । ইউটদের সংসারে পুরুষেরাই মালিক ও প্রভূ । সুতরাং স্টাবু গাড়া ও তোলার জন্য তাহারা মাথা ঘামায় না, ঘরকন্নার অন্ত সকল কাজকর্মের মত মেয়েদেরই সে সব করিতে হয়। অনেকদিনই দেখিয়াছি, হয়ত পুরুষের শুইয়া আরাম করিতেছে বা ধূমপানে রত আছে ; এদিকে মেয়েরা তাবু খাটাইতেছে ও ঘরকল্প গুছাইতেছে। বেটাছেলেদের কাজ হইল শিকার, লুটতরাজ ও নৃত্যোৎসবে যোগদান । সামরিক ও ধৰ্ম্ম সম্বন্ধীয় মৃত্যগুলিতে মেয়েদের কোন স্থান নাই। পুয়েব লো ইণ্ডিয়ান বা দক্ষিণ পশ্চিমের অন্যান্ত জাতির মত উইমীনূচদের মধ্যে মেয়েদের কোন বিশেষ অধিকার নাই । ক্রমশঃ