পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্যা ] বিবিধ প্রসঙ্গ-বাঙালী মুসলমান ছাত্রদের কনফারেন্স baళి নিযুক্ত করেন, তখন . কৃষিবিদ্যা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষণের ও পরীক্ষার অন্ততম বিষয় ছিল না। তাছার পাচ বৎসর পরে যখন আবার ঐ ব্যক্তিকেই ঐ বিষয়ের অধ্যাপক আরও পাচ বৎসরের জন্ত নিযুক্ত করা হইল, তখনও কৃষিবিদ্যা শিখিবার ও শিখাইবার এবং তাহাতে পরীক্ষা করিবার কোন বন্দোবস্ত বিশ্ববিদ্যালয় করেন নাই। এতদিন উড়াইবার টাকা ছিল। কিন্তু এখন দশ বৎসর পরে, স্বদে আসলে লাখখানেক টাকা অপ ব্যয় করিয়া, বিশ্ববিদ্যালয় বলিতেছেন, যে, রুষি-বিভাগের । বন্দোবস্ত করিতে র্তাহাদের টাকা নাই, অতএব উহার অধ্যাপকতাটা স্থগিত থাকুক, ইত্যাদি । যথা— When the questign of confirmation of the Khairo Board dated September 17 came up, it was decided that in view of the fact that the University could not. provide for funds for suitably equipping and imaintaining an Agricultural IJepartment, the post of Professor of Agriculture. whose torm of appointiricnt expires on Nuvoimler 30, he kept in alleyance sor 器 ಉt and that a salary of Rs 500 a month be Illslots. . এই অধ্যাপকের বেতনটা এখন মাসে মাসে জমা হইবে (শুধু খাতায় কি না, তাহা বিশ্ববিদ্যালয়ের আর্থিক অবস্থার উপর নিভর করিবে । কিন্তু দশ বৎসর ধরিয়া যদি ঐ পদের বেতন ও ভাভা জমা হইত ও স্বদে খাটিত, তাহা হইলে কৃষিশিক্ষাদানের কিছু বন্দোবস্ত হইতে পারিত। যখন দশ বৎসর পূৰ্ব্বে এই পদ স্থষ্ট হয় এবং তাহাতে অধ্যাপকের নিয়োগ হয়, তখনও আমরা বলিয়াছিলাম, বিশ্ববিদ্যালয়ে কৃষি বলিয়া । একটা বিভাগই নাই, তাহার আবার অধ্যাপক । “মাথা নাই তার মাথা ব্যথা।” কিন্তু বিশ্ববিদ্যালয়ের মতে, আমরা যাহা বলি তাহার উন্টাই করণীয়। বাংলার স্বদেশী মেলা কলিকাতায় এখন ধেমন স্বদেশী জিনিষের মেলা হইতেছে, প্রত্যেক শহরে তেমনি সেই শহরের, জেলার, ও বাংলা দেশের জিনিষের বাষিক বা স্থায়ী প্রদর্শনী হওয়া উচিত। মিউনিসিপালিটি এবং ডিষ্ট্রাক্ট ও লোক্যাল বোর্ডগুলির ইহা একটি কর্তব্য। বাংলার ছাত্রদের সভা সম্প্রতি বাংলা দেশের ছাত্রদের সভার যে কনফারেন্স হইয় গেল, তাহাতে মান্দ্রাজের অন্ততম নেতা শ্ৰীযুক্ত সত্যমূৰ্ত্তি সভাপতির কাজ করেন। এক প্রদেশের নেভায়৷ এইরূপে অন্ত প্রদেশের সাৰ্ব্বজনিক কাজে মধ্যে মধ্যে যোগ দিলে তাহাতে সকল প্রদেশের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে ও পরস্পর সম্বন্ধে জ্ঞান বাড়ে। সত্যমূৰ্ত্তি মহাশয় ছাত্রদিগকে কৰ্ম্মক্ষেত্রে অবতীর্ণ হওয়া সম্বন্ধে যে-সব উপদেশ দিয়াছেন, তাহ সমীচীন। বাঙালী মুসলমান ছাত্রদের কনফারেন্স সমগ্র বাংলার ছাত্রদের যে সভা আছে, তাহা অসাম্প্রদায়িক । সুতরাং বাঙালী মুসলমান ছাত্রদেরও তাহাতে যোগ দেওয়া চলে । আশা করি তাহারা ক্রমশঃ অধিক সংখ্যায় তাহাতে যোগ দিবেন। র্তাহারা নিজেদের স্বতন্ত্র কনফারেন্সে মুসলমান ছাত্রছাত্রীদের জন্য আরও শিক্ষার স্বঘোগ ও মুবন্দোবস্ত যাহা চাহিয়াছেন, আমরা তাহার সমর্থন করি । র্তাহীদের বিষয় নিৰ্ব্বাচন কমিটিতে মহাত্মা গান্ধীকে তাহার জন্মদিনে অভিনন্দিত করিবার প্রস্তাব নামঞ্জুর হইয়াছিল, কাগজে দেখিলাম। ইহাতে আমরা দুঃখিত। পার্থক্যবাদী মুসলমান ছাড়া এবং সাম্রাজ্যবাদী ইংরেজ ছাড়া আর কেহ মুসলমানদের বন্ধু হইতে পারে না, অনেক পার্থক্যবাদী মুসলমানের কথায় ও কাজে তাহাদের এইরূপ বিশ্বাসের পরিচয় পাওয়া যায় । বাঙালী মুসলমান ছাত্রদের সকলের সম্ভবতঃ সেরূপ ভ্রান্ত ধারণা নাই। মহাত্মা গান্ধী মুসলমানদের dंक्रश्न अकश्र दकू, ८ष, उछछ उिनि अप्नक श्शूिद्र সন্দেহভাজন । মুসলমান ছাত্রদের এই সম্মেলনের অভ্যর্থনা-সমিতির সভাপতি মৌলবী হবিবর রহমানের বক্তৃতা ও অধ্যাপক আৰু হেনার বক্তৃতা আমরা পাই নাই। কিন্তু কাগজে দেখিয়া প্রীত হইলাম, তাহারা উভয়েই এই আশার কথা বলেন, যে, নূতন বাংলায় যে নবীন মুসলমান দলের ऐड़ब छ्झे८ड८झ्, डांझांब्रां चांखांडिकडां८कहे यांनर्भ दलिञ्चा