পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মধ্য-ভারতের মন্দির শ্ৰীনিৰ্ম্মলকুমার বসু

উত্তর-ভারতে গঙ্গা যমুনা ও অন্তান্ত নদীর আশপাশে যত দেশ আছে সেগুলি বাংল। দেশের মত একে বাবে সমতল । মাঝে পাহাড় পৰ্ব্বত কি হই নাই নদীর কল্যাণে দেশ যেমন উর্বর, ব্যবসা-বাণিজ্যের জন্ম তাঙ্গার ভিতর দিয়া যাতায়াতের ও তেমনষ্ট কোন অস্ববিধা নাই । বেশী ভারী মাল হইলে নেীক বোঝাই করিয়া নদীপথে লইয়া যাওয়া চলে, আর অল্পস্বল্প মাল ইষ্টলে গরুর গাড়ীতে লইয়া যাওয়া হয় । এমনপার দেশ, যাহার চারিপাশে

পাল্লা ও ছত্রপুর গ্রাজ্যের মধ্যস্থিত কেন নদী কোন পাহাড়-পৰ্ব্বত বা অন্ত কোন প্রাকৃতিক ব্যবধান নাই, তাহ শিল্প-বাণিজ্য বা কৃষির দিক হইতে যেমন খুবই উন্নতশীল হয়, যুদ্ধ-বিগ্রহের দিক দিয়াও তেমনই আবার কমজোর হইয় পড়ে । কোন শক্রর পক্ষে গঙ্গাতীরবর্তী দেশ জয় করা যত সহজ, হিমালয়ের ভিতরের দেশগুলি অথবা গঙ্গারই দক্ষিণে বিস্তুগিরির মধ্যে রাজা জয় করা তাহা অপেক্ষা অনেক বেশী কঠিন । भूगलषाप्नब्रा यथन ऊंखब्र-डाब्रटङ निझौब्र निकाँ इहे८उ ক্রমে চারিদিকে নিজেদের রাজ্য বাড়াইতে লাগিলেন, তখন অনেক ক্ষত্ৰিয় নরপতি গঙ্গা-যমুনার পাশাপাশি দেশ ছাড়িয়া দক্ষিণে বিষ্কাগিরির মধ্যে আশ্রয় গ্রহণ করিলেন। মধ্য-ভারত বলিতে রাজপুভানার পূর্বদিক হইতে প্রায় ছোটনাগপুরের নিকট পর্যন্ত যে সকল সামন্ত রাজ্য আছে, সেই গুলিকে বুঝায় । সমস্ত দেশটি পাহাড় s' অরণ্যে ঢাকা । দক্ষিণ দিকে বিন্ধগিরি ও কাইমুর পৰ্ব্বতশ্রেণী থাকায় জমি উত্তর দিকে ঢালু এবং সেইজন্ত, মধ্য-ভারতের ভিতর দিয়া চম্বল, বেজবভী, টোস, কেন, প্রভৃতি যে-সকল নদী বnহয়। গিয়াছে সেগুলি সবই উত্তববাহিনী । তাহারা পৰ্ব্বত ও জঙ্গল ভেদ করিয়া অবশেষে গঙ্গা, যমুনা বা শোন নদীতে গিয়া পড়িয়াছে। এই সকল নদীর দুইধারে বেশ উর্বর জমি থাকায় এবং যুদ্ধ-বিগ্রহের । সময়ে এমন দেশকে সহজে শত্রুর কৰল হইতে রক্ষা করা যায় বলিয়। মধ্য-ভারত বহুকাল অবধি হিন্দু সামন্ত নরপতিগণের করায়ত্ত আছে। পূর্বে উড়িষ্যা, উত্তরাখণ্ডে কাংড়া ও পশ্চিমে রাজপুজ্ঞানার মত । এখানেও আমরা উত্তর-ভারতময় भचिव নিৰ্ম্মাণের যে-শৈলী প্রচলিত ছিল, তাহার অনেক নিদর্শন পাই । • - যুক্ত-প্রদেশ হইতে দুইটি রাস্ত দক্ষিণ দিকে গিয়াছে। একটি এলাহাবাদ হইতে কিছুদূর দক্ষিণে পাহাড়ের উপর प्रिय शिग्ना श्रद८भ८ष dान नशैब्र शाब्र ५ब्रिग्रा चाबe দক্ষিণ দিকে গিয়াছে। অপরটি কানপুর হইতে কিছু দক্ষিণে নামিয়া বেজবর্তী বা বেটোয়া নদীর পার ধরিয়া দক্ষিণে চলিয়া গিয়াছে । এই দুই দক্ষিণ-পথের মাঝখানে বুনোলখণ্ডের সামস্ত নরপতিগণের বাস। মহারাজা लिया औब्र नभ८ब्र इजनांल नाटय ७कबन दिथTाङ नब्रशृखि