পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

లిసి প্রবাসী—পৌষ, ১৩৩৮ [ ৩১শ ভাগ, ২য় খণ্ড উপকরণের ক্ষুধা কাঙাল প্রাণের, ব্ৰত তা’র বস্তু সন্ধানের, মনের যে ক্ষুধা চাহে ভাষা, সঙ্গের যে ক্ষুধা নিত্য পথ চেয়ে করে কার আশা, যে ক্ষুধা উদ্দেশহীন অজানার লাগি’ - অন্তরে গোপনে রয় জাগি” সবে তা’রা মিলি’ নিতি নিতি নানা আকর্ষণ বেগে গড়ি তোলে মানস-আকৃতি । কত সত্য, কত মিথ্যা, কত অাশা, কত অভিলাষ, কত না সংশয় তর্ক, কত না বিশ্বাস, আপন রচিত ভয়ে আপনারে পীড়ন কত না, কত রূপে কল্পিত সান্ধনী,-– মন-গড়া দেবতারে নিয়ে কাটে বেলা, পরদিনে ভেঙে করে ঢেল, অতীতের বোঝা হ’তে আবর্জন কত জটিল অভ্যাসে পরিণত, বাতাসে বাতাসে ভাসা বাক্যহীন কত না আদেশ দেহহীন তর্জনী-নির্দেশ, হৃদয়ের গুঢ় অভিরুচি কত স্বপ্নমূৰ্ত্তি আঁকে দেয় পুনঃ মুছি, কত প্রেম, কত ত্যাগ, অসম্ভব তরে কত না আকাশ-যাত্রা কল্প-পক্ষভরে, কত মহিমার পুজা, অযোগ্যের কত আরাধনা, সার্থক সাধনা কত, কত ব্যর্থ আত্ম বিড়ম্বনা, কত জয় কত পরাভব ঐক্যবন্ধে বাধি এই সব ভালে৷ মন্দ শাদায় কালোয় বস্তু ও ছায়ায় গড়া মূৰ্ত্তি তুমি দাড়ালে আলোয় ॥ জন্মদিনে জন্মদিনে গাথনির কৰ্ম্ম হবে শেষ, স্বখ হুঃখ ভয় লজা ক্লেশ,