পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আশীৰ্বাদ পঞ্চাশ বছরের কিশোর গুণী নন্দলালকে সত্তর বছরের প্রবীণ যুবা রবীন্দ্রনাথের আশীৰ্ব্বাদ ब्रहे चर्थशांच्च*, s७७→ নন্দন-নিকুঞ্জতলে রঞ্জনার ধার জন্ম-আগে তাহার জলে তোমার স্নান সারা । অঞ্জন সে কী অভিনব 婚 লাগায়ে দিল নয়নে তব, স্থষ্টি-করা দৃষ্টি তাই পেয়েছে আঁখিতারা ॥ এনেছে তব জন্মডাল অমর ফুলরাজি, রূপের লীলা-লিখন-ভরা পারিজাতের সাজি। অঙ্গরীর নৃত্যগুলি তুলির মুখে এনেছ তুলি', রেখার বঁাশি লেখায় তব উঠিল সুরে বাজি’ ॥ যে মায়াবিনী অালিম্পনা সবুজে নীলে লালে কখনো অাকে কখনো মোছে অসীম দেশে কালে, মলিন মেঘে সন্ধ্যাকাশে রঙীন উপহাসে যে হাসে রং-জাগানো সোনার কাঠি সেই ছোয়ালে ভালে । বিশ্ব সদা তোমার কাছে ইসারা করে কত, তুমিও তারে ইসার দাও আপন মনোমত।