পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্যা ! 3ারতের স্বপেক্ষা অন্যাঙ্ক প্রদেশস্থ অধিক। ব্রহ্মে দারুশিল্প ১৯২৯-৩০ সালে ব্ৰহ্মদেশের বন V)సి বিভাগে citB ردbs, 8 د,ه na, টাক সরকারী রাজস্ব আদায় হইয়াছিল । সেগুন কাষ্ঠ সহজলভ্য বলিয়াই ব্রন্ধে উহার শিল্পচাতুর্য্য প্রকাশ পাইয়াছে। নতুবা অলস ব্রহ্মগণ এ বিষয়ে কতদূর অগ্রণী ভক্টত বলা কঠিন । অবশ্য একথা ঠিক যে বক্ষগণের মধ্যে একটি সাধারণ ধু সঙ্গঙ্ক শিল্পীব ভাল আছে । তাহা এমন কি দরিদ্র এক্ষুগণের দৈনন্দিন জীবনযাত্র। ও বেশভূষা হইতেও বুঝা যায়। ব্রহ্মরাজগণের মানলিয়ন্থ প্রাসাদ এদেশের দারুশিল্পের অন্যতম প্রধান নিদর্শন । ইহা সমস্তুষ্ট সেগুন কাষ্ঠে প্রস্থত এবং শুধু কারুকার্য্যেরও ইহাতে অভাব নাই। রাজা থিবোর সিংহাসন এখন কলিকাতার যাদুঘরের শোভা বদ্ধন করিতেছে, তাহাও সেগুন কাষ্ঠে প্রস্থত। গৃহনিৰ্ম্মাণকার্স্যে ব্রহ্মগণ সেগুন কাষ্ঠের উপর যে স্থঙ্ক শিল্পকাৰ্য্য ফুটাইয়া তুলিয়াছে, তাই বাস্তবিকই অতুলনীয় এবং জগন্তে দারুশিল্পের বন-বিভাগের আয় অন্যতম শ্ৰেষ্ঠ নিদর্শন। এই চিত্রগুলি হইতে তাহার কতকটা আভাস পাওয়া যাইবে ।