পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪র্থ সংখ্যা] बांष्ट्रथ१ (S్చలి • পড়িয়া একটু-ন-একটু উন্নতি লাভ তাহাকে করিতেই হুইবে । এই ত পদ্মপুকুর রোড, তখনও এ অঞ্চলে বাড়িঘরের এত বাহুল্য ছিল না, ছুচারখানা বাড়ি, তারপর चप्नक बूब जबषि cषाणा छयि दा मब्रिप्जब्र दक्ति ভবানীপুর বালীগঞ্জের সর্বত্রই দেখা যাইত। প্রতাপ বাড়িগুলির নম্বর দেখিতে দেখিতে সাবধানে অগ্রসর হইতে লাগিল । বাড়ি খুজিয়া পাইতে বেশী দেরি হইল না। তবু একেবারে নিশ্চিস্ত হইবার জন্ত ফুটপাধে দণ্ডায়মান একটি বালককে জিজ্ঞাসা করিল, “এটা কি নৃপেন্দ্রকৃষ্ণবাবুর বাড়ি - ছেলেটি চট্‌ করিয়া দাড়াইয়া বলিল, “হ্যা, কেন আপনি কি তাকে খুজছেন ?” প্রতাপ অনুমান করিল, ছেলেটি এই বাড়িরই হইবে । উত্তর দিল, “আমি তার সঙ্গে দেখা করতেই এসেছি। তিনি বাড়ি আছেন ত ?” ছেলেটি বলিল, “হা, আছেন, কিন্তু আর বেশীক্ষণ থাকবেন না । চলুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি।” প্রতাপ ছেলেটির সঙ্গে সঙ্গে চলিল। বাড়িটি দোতলা বটে, বিশেষ বড় যদিও নয়। তবে সামনে পিছনে জমি আছে, সামনের জমিটুকুতে স্বল্লুগু বাগান, ছোট্ট একটু লনও রহিয়াছে। আর কিছু দেখিবার আগেই তাহাকে একটা ঘরে ঢুকিয়া পড়িতে হইল। ঘরখানি সম্ভবতঃ আপিস-ঘর রূপেই ব্যবহৃত হয়, তাহীতে বড় একটি সেক্রেটারিয়েট টেবিল এবং কয়েকটি চেয়ার ভিন্ন আর কিছুই নাই। দেওয়ালের গায়ে একটা বড় ঘড়ি এবং একটা ক্যালেগুরি । একটি প্রৌঢ়বয়স্ক ভজলোক বসিয়া একমনে একখানা চিঠি পড়িতেছিলেন । cझ्टणछि घटब छूक्ब्रिाहे छाक्बिा बणिन, “दाबा, यहे ভজলোকটি আপনার সঙ্গে দেখা করতে এসেছেন ৷” প্রৌঢ় ভালোক চিঠিট রাখিয়া চশম-জোড় কপালের উপর ঠেলিয়া তুলিয়া ফিরিয়া তাকাইলেন। তাহার পর একখানা চেয়ার প্রতাপের দিকে অগ্রসর করিয়া দিয়া বলিলেন, “বন্ধন। বেঙ্গলীয় বিজ্ঞাপন দেখে এসেছেন ?” ●धष्ठांश्र नभश्छांब्र कब्रिञ्च यजिब्र दलिण, “यांtसा इंश ।” নৃপেন্দ্রবাবু একবার ভাল করিয়া প্রতাপকে দেখিয়া লইলেন। প্রতাপের অবশু রূপের গৰ্ব্ব কোনোকালেই ছিল না, তবে সাধারণ বাঙালী ঘরের ছেলের চেহারা যেমন হয়, তাহার চেহারাট। তাহার চেয়ে কিছু খারাপ ছিল না । ভালভাবে থাকিলে হয়ত বা চেহারা ভালই দাড়াইত । যfহা হউক সে বিয়ের কনে নয়, সুতরাং চেহারার পরীক্ষায় বোধ হয় পাসই হইল। নৃপেন্দ্রবাৰু বলিলেন, *আমি একজন ইয়ং লোকই খুজছিলাম, ছেলেটির কম্প্যানিয়নের বড় অভাব, সে অভাবটাও যাতে খানিকটা মেটে। পাড়ার ছেলেরা অতি বদ, তাদের সঙ্গে ওকে মিশতে দেওয়া হয় না । কালও দুজন ভদ্রলোক এসেছিলেন, ভাল ভাল সার্টিফিকেট দেখালেন। তবে র্তাদের খাই বড় বেশী, আর এলডারলী মত, তাই বিশেষ স্থবিধা হল না।” শেষের কথাটা শুনিয়া প্রতাপ একটু দমিয়া গেল । ইনি কি পাচ টাকায় টিউটার পাইতে চান না কি ? কি ভাবে কথাটা পাড়িবে ভাবিতেছে, এমন সময় নৃপেন্দ্রবাবু বলিলেন, “তা দেখুন আপনি গ্রাজুয়েট নিশ্চয়ই। আমি চাই দশ টাকা মাইনে আর থাকবার জায়গা জিতে, তাতে কি আপনার স্থবিধা হবে ?” প্রতাপ নিরুৎসাহভাবে বলিল, “আজে, টাকা*८नcब्रl झcजझे श्रांमाब्र इदि था श्”ड ॥ ६ॉकबॉब्र खांब्रशांत्र আমার দরকার নেই, আমার বাসা ঠিকই আছে ।" নৃপেন্দ্রবাবু বলিলেন “হু । তা দেখুন আজকালকার দিনে সব মাছুষেরই টাকার কি রকম টানাটানি জানেন ত? যদি আপনি রবিবারেও একঘণ্টা সময় দেন, তাহলে না হয় পনেরো টাকাই দি । সেদিন অৰিশুি পড়াতে হবে না, সঙ্গে ক’রে এখার-ওখার একটু ঘুরিয়ে আনা জার কি ? পাড়ার ছেলেরা অতি বদ, তাদের সঙ্গে ও মেশে न। ७ । अषष्ठ झ्ााधिफेख८मक्केe गन्त्रकाश्न cथारे६ वरप्लब्र পক্ষে 192