পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৮৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ষ্ঠ সংখ্যা] রাখিয়াছিল—যাতে অত বড় বোঝার টানে পিছু হটয়া न दोश } . হঠাৎ খাতের ধারে ভিখ রীর দিকে চোখ পড়িতেই চালক বলিয়া উঠিল, - "একটুখানি সাহায্য কর ভাই ! জানোয়ারটা নড়তেই চাইছে না। উঠে একটু ঠেল। ভিখারী উঠিয়া দাড়াইল। ক্ষীণশক্তিতে যতদূর সাধ্য ঠেলিতে ঠেলিতে " সেও চালকের সঙ্গে স্থাকিতে লাগিল, . “शं. 细 “হট --wTజ్ఞ शं • , 99 সব বৃথা ! . - নিজে হয়রান হইয়া ও ঘোড়াটার কষ্ট দেখিয়া ভিখারী বলিল, ● “বেচার শ্বাসটা টাকুক ! বোঝাটা ওর পক্ষে বডড ভারী হয়েছে।” “ মোটেই না ! এর মত বদমায়েস আর দু’টো নেই! আজ যদি নাই দাও,—“কাল আর পাহাড়ী রাস্তা উঠতেই চাইবে না। হেই! হেই! তুমি ভাই এক টুকরো পাথর এনে চাকাটার তলায় ঠেস দাও । তারপর দু-জনে মিলে ওকে চালাবই...” ভিখারী একখানা পাথর আনিল । চালক বলিল—“ঠিক হয়েছে। আমি চাকায় থাকৃছি। ঐ যে ঐখানে চাবুকটা রয়েছে। ঐটে তুলে নিয়ে মাখা থেকে পা অবধি চাবকাও—পায়ে আচ্ছাসে লাগাবে.ত চাবুকের বাড়ির চোটে ঘোড়াটা আর একবার ভীষণ চেষ্টা করিল। খুরের ঘায়ে পাথর হইতে আগুনের ফুলকী ছুটিয়া বেজায় শৰ হইতে লাগিল । “बह९ श्राक्र ! वह९ च्षांक !” কিন্তু ঘোড়াটা আড়-বাক হইয়া ছেচকা টান দেওয়ায় চালক যেমন চাকার নীচের পাথর সরাইয়া দিতে যাইবে অমনি পা ফন্ধিয়া গেল। সঙ্গে সঙ্গে গাড়ীর বোঝা ঘোড়াটাকে পেছনে টানিয়া আনিল। চীৎকার করিয়া লোৰটা চিৎ হইয়া মাটিতে পড়িয়া গেল। চোখ ছুইটি তখন উৎকট আকার ধারণ করিয়াছে, কছুই মাটিতে ङिक्षiी bళe(t বসিয়া গিয়াছে, লোকটার মুখ-খেচনীও আরম্ভ হইয়াছে। বোঝাস্কন্ধ গাড়ী যাতে বুকে না চাপে তার জন্তে চাকাটা শরীর হইতে সামান্ত দূরে প্রাণপণে ঠেকাইয়া রাখিয়াছে। আর্ভস্বরে চীৎকার করিয়া চালক বলিল,— * হটাও সামনে হটাওঁ ! একদম পিযে যাচ্ছি...” চোখে না দেখিলেও ভিখারী অনুমানে বুঝিল, কি কাণ্ড ঘটিয়া গেল। চাবুক দিয়া ঘোড়াটাকে অনবরত পিটিতে স্থর করিল। চাবুকের বাড়ি সঙ্ক করিতে না পারিয়া ঘোড়াটা ষ্টাটু গাড়িয়া একপাশে হেলিয়া পড়িল, সঙ্গে সঙ্গে গাড়ীখানাও সামনে ঝুকিল এবং বোমা দুইটি মাটিতে পড়িয়া গেল। একই সঙ্গে লণ্ঠনটিও পড়িয়া নিবিয়া যাওয়ায় রাত্রির অন্ধকারে চালকের চাপা কাতরাণি ও ঘোড়ার ঘন ঘন নিঃশ্বাসের শব্দ ছাড়া আর কিছুই শোনা গেল না ! “ಆ - ಆ!...” ঘোড়াটাকে কিছুতেই মাটি হইতে উঠাইতে না পারিয়া চালককে মুক্ত করিতে ভিখারী তাড়াতাড়ি ছুটিয়া গেল । কিন্তু চালক ততক্ষণে চাকায় আটকাইয়া গিয়াছে। অমান্নুষিক শক্তিতে সে নিজ শরীরের দুই এক ইঞ্চি - তফাতে চাকাটা ঠেকাইয়া রাখিয়াছে। একবার-ফঙ্গিলে— মুহূর্ভের জন্য সামান্ত শক্তির অভাব হইলে—প্রকাও বোঝাই গাড়ীর চাপে সে একেবারে পিষিয়া গুড়া হইয়া যায়। : নিজেও সে কথা এতই স্পষ্ট বুঝিতেছিল যে, ভিখারীকে ছুটিয়া আসিতে দেখিয়া সে চীংকার করিয়া বলিল, “দুয়ো না। দুয়ো না-দৌড়ে ঐ গায়ে যাও... শীগগীর..বাড়িতে বাবা আছেন..লুসাদের বাড়ি-ভান झांठि <थथभ বাড়ি-মিনিট-শেক চাকাটা ঠেকিয়ে ভিখারী উৰ্দ্ধশ্বাসে ছুটিল । সোজা গিয়া সামনের গ্রামে চুকিল। সব দরজা বন্ধ —না দেখা যায় একটুখানি আলোর রেখা—না মিলে কোন জনপ্রাণীর সাক্ষাং ! "ভিখারীর কিন্তু ছল ছিল না। পাহাড়ের তলায় পড়িয়া cणांकफै। ८ष कि कडे नफ़-°फ़ ग्राफ़ौथांना निज *त्रैौब्र श्रेष्ठ সামান্য তফাতে ঠেকাইয়া রাখিয়াছে, সেই চিন্তাতেই